Thursday, August 21, 2025

দুঃখে পাশে তৃণমূল, বাংলায় বিজেপি টুরিস্ট গ্যাং: ‘বহিরাগতদের’ তীব্র আক্রমণ অভিষেকের

Date:

মানুষের সুখের দিনে না থাক, দুঃখের দিনে পাশে থাকে তৃণমূল। আর বাংলায় ‘বহিরাগতরা’ টুরিস্ট গ্যাং- মুর্শিদাবাদে বজ্রাহতদের পরিবারের সঙ্গে দেখা করার পর সংবাদমাধ্যমে এই প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের সর্বভারতীয় সধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার, বহরমপুরে বজ্রপাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে অভিষেক ফের বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়েও তোপ দাগেন। তিনি বলেন, “১০ টা নেতাকে এক ছাতার তলায় আনতে পারে না, ১৩০ কোটির দেশ কী ভাবে সামলাবে?”

ভোটের আগে বাংলায় প্রচারে এসে প্রান্তিক মানুষের বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করেছিলেন অমিত শাহ (Amit Shah), জেপি নাড্ডারা (Nadda)। সেই প্রসঙ্গ তুলে এদিন ফের বিজেপিকে (Bjp) আক্রমণ করেন অভিষেক। বলেন, “যাঁরা কলাপাতায় ভাত খেয়েছে, খাটিয়ায় বসে ছবি তুলেছে তাঁদের আর দেখা যাচ্ছে না। মার্চ-এপ্রিলে বাংলায় এই ট্যুরিস্ট গ্যাং দেখা গিয়েছিল”। তীব্র কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “তাঁদের এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যাচ্ছে না”।

সর্বভারতীয় দল হিসেবে দেশের কোণায় কোণায় করে জায়গা করে নিতে চাইছে তৃণমূল (Tmc)। সেই ইস্যুতে তৃণমূলকে খোঁচা দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তাই নিয়ে শুভেন্দুর রান্না করে দিন অভিষেক বলেন, “উনি জ্ঞান হারিয়েছেন। আগে নিজেদের অন্তর্দ্বন্দ্ব মেটান। ১০টা নেতাকে এক ছাতার তলায় যারা আনতে পারে না, তারা ১৩০ কোটির দেশ কী ভাবে সামলাবে, তা জনতাই বুঝে নিক”।

আরও পড়ুন:‘কৃষক আন্দোলনকে পূর্ণ সমর্থন’, অবিজেপি মুখ্যমন্ত্রীদের একজোট হওয়ার ডাক মমতার

অভিষেক বলেন, “তৃণমূলকে সুখে পাবেন না, দুঃখের সময় পাবেন”। বজ্রপাতে মৃতদের পরিবারের পাশে যে রাজ্য সরকার ও তৃণমূল সারা বছর থাকবে, সে আশ্বাসও দেন তিনি।  এ দিন বহরমপুরের পর রঘুনাথগঞ্জেও যান অভিষেক। খামে ভরে সাহায্যও তুলে দেন স্বজনহারা পরিবারের সদস্যদের হাতে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version