Friday, November 7, 2025

দুঃখে পাশে তৃণমূল, বাংলায় বিজেপি টুরিস্ট গ্যাং: ‘বহিরাগতদের’ তীব্র আক্রমণ অভিষেকের

Date:

মানুষের সুখের দিনে না থাক, দুঃখের দিনে পাশে থাকে তৃণমূল। আর বাংলায় ‘বহিরাগতরা’ টুরিস্ট গ্যাং- মুর্শিদাবাদে বজ্রাহতদের পরিবারের সঙ্গে দেখা করার পর সংবাদমাধ্যমে এই প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের সর্বভারতীয় সধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার, বহরমপুরে বজ্রপাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে অভিষেক ফের বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়েও তোপ দাগেন। তিনি বলেন, “১০ টা নেতাকে এক ছাতার তলায় আনতে পারে না, ১৩০ কোটির দেশ কী ভাবে সামলাবে?”

ভোটের আগে বাংলায় প্রচারে এসে প্রান্তিক মানুষের বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করেছিলেন অমিত শাহ (Amit Shah), জেপি নাড্ডারা (Nadda)। সেই প্রসঙ্গ তুলে এদিন ফের বিজেপিকে (Bjp) আক্রমণ করেন অভিষেক। বলেন, “যাঁরা কলাপাতায় ভাত খেয়েছে, খাটিয়ায় বসে ছবি তুলেছে তাঁদের আর দেখা যাচ্ছে না। মার্চ-এপ্রিলে বাংলায় এই ট্যুরিস্ট গ্যাং দেখা গিয়েছিল”। তীব্র কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “তাঁদের এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যাচ্ছে না”।

সর্বভারতীয় দল হিসেবে দেশের কোণায় কোণায় করে জায়গা করে নিতে চাইছে তৃণমূল (Tmc)। সেই ইস্যুতে তৃণমূলকে খোঁচা দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তাই নিয়ে শুভেন্দুর রান্না করে দিন অভিষেক বলেন, “উনি জ্ঞান হারিয়েছেন। আগে নিজেদের অন্তর্দ্বন্দ্ব মেটান। ১০টা নেতাকে এক ছাতার তলায় যারা আনতে পারে না, তারা ১৩০ কোটির দেশ কী ভাবে সামলাবে, তা জনতাই বুঝে নিক”।

আরও পড়ুন:‘কৃষক আন্দোলনকে পূর্ণ সমর্থন’, অবিজেপি মুখ্যমন্ত্রীদের একজোট হওয়ার ডাক মমতার

অভিষেক বলেন, “তৃণমূলকে সুখে পাবেন না, দুঃখের সময় পাবেন”। বজ্রপাতে মৃতদের পরিবারের পাশে যে রাজ্য সরকার ও তৃণমূল সারা বছর থাকবে, সে আশ্বাসও দেন তিনি।  এ দিন বহরমপুরের পর রঘুনাথগঞ্জেও যান অভিষেক। খামে ভরে সাহায্যও তুলে দেন স্বজনহারা পরিবারের সদস্যদের হাতে।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version