Wednesday, August 27, 2025

তৃণমূলে (tmc) থাকার সময় লাগাতার হাওড়া জেলা সভাপতি অরূপ রায়ের (arup ray) বিরুদ্ধে তোপ দাগতেন রাজীব বন্দ্যোপাধ্যায় (rajib banerjee)। ভোটের মুখে দলকে বেইজ্জত করে তৃণমূলে সম্মান পাচ্ছেন না এই অজুহাতে বিজেপিতে (bjp) যোগ দেন। নির্বাচনে ডোমজুড় কেন্দ্রে ৪২ হাজার ভোটে হেরে ক্ষমতার বৃত্তে ঢোকার মরিয়া চেষ্টায় এখন তৃণমূলের মন রাখা কথা টুইট করে ফের পুরনো দলে ঢোকার তালে আছেন রাজীব। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর এই চরম দেউলিয়াপনা দেখে একদিকে যেমন সৌমিত্র খানের মত তাঁর বিজেপির সতীর্থরা তাঁকে কটাক্ষ করছেন, তেমনি প্রবল ক্ষুব্ধ হাওড়া জেলা তৃণমূল নেতৃত্ব। দলবদলু রাজীবকে তৃণমূলে ফেরানোর সিদ্ধান্ত দলনেত্রীর, মুখে একথা বললেও ‘বিশ্বাসঘাতক’ রাজীবকে যাতে দলে ফেরানো না হয় সেজন্য চাপ বাড়াচ্ছেন হাওড়ার সর্বস্তরের নেতা-কর্মী। রাজীবের বিরোধিতায় কার্যত এককাট্টা জেলা তৃণমূল।

হাওড়া জেলা তৃণমূলের অন্যতম নেতা তথা প্রবীণ মন্ত্রী অরূপ রায় মুখ খুলেছেন রাজীব ইস্যুতে। দলবদলু বিজেপি নেতার অস্বস্তি বাড়িয়ে অরূপ রায় বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ডোমজুড়ের সভায় এসে রাজীবের মুখোশ খুলে দিয়ে গিয়েছিলেন। তাই ৪০ হাজারের বেশি ভোটে হেরে গিয়েছে। ইতিমধ্যেই হাওড়ার তৃণমূল কর্মীরা মুখ খুলতে শুরু করেছেন রাজীবের বিরুদ্ধে। তারা কেউ চান না ভোটের মুখে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা কাউকে দলে ফেরানো হোক। তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগকে গুরুত্ব দেয়। কর্মীরা যা বলবে তাই হবে। বস্তুত হাওড়ার কোনও নেতাকর্মীই রাজীবের হয়ে কোথাও সওয়াল করেননি। বরং জেলা জুড়ে তৃণমূলের নেতা থেকে কর্মী সকলে এক বাক্যে দাবি তুলছেন, কোনও অবস্থাতেই যেন সুযোগসন্ধানী রাজীবকে দলে ফেরানো না হয়। সেই দাবি ফেলতেও পারছে না তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দলের নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেও তার ইঙ্গিত মিলেছে। তিনি কার্যত নাম না করেই বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের দরজা আপাতত রাজীবের জন্য খুলছে না। তাঁকে বিজেপিতেই থাকতে হবে।

আরও পড়ুন:রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, মৃতের সংখ্যা ১০০র নীচে

Related articles

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...
Exit mobile version