করোনা রোগীদের মন ভালো করতে হিন্দি গানের তালে হাসপাতালে নাচ নার্সদের

করোনা(coronavirus) শারীরিকভাবে একটা মানুষকে যতটা বিধ্বস্ত করে মারণ এই অসুখে মানসিক আঘাতটা তার চেয়ে কম কিছু নয়। তাই করোনা আক্রান্ত রোগীদের মন ভালো করতে গানের তালে কোমর দোলালেন নার্সরা(nurse)। বুধবার এই ছবি দেখা গেল কোচবিহারের(kochbihar) এমজেএন হাসপাতালে।

জানা গিয়েছে, কোচবিহারের এম জে এন হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন করোনা আক্রান্ত প্রায় শতাধিক রোগী। তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে হাসপাতাল বন্দী। প্রিয়জনের মুখ দেখননি বহুদিন। মানসিকভাবে ভেঙে পড়া এইসকল রোগীদের মন ভালো করতে এদিন উদ্যোগ নেন ছয় জন নার্স ও একজন কর্মবন্ধু। হিন্দি গানের তালে কখনও চলতে থাকে জনপ্রিয় লুঙ্গি ডান্স গানে, তো আবার কখনও ‘লড়কি আখ মারে’ গানের তালে। নার্সদের গানের তালে তালে হাততালিতে সঙ্গ দেন রোগীরা। রোগীদের মন ভালো করতে নার্সদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।