করোনা আক্রান্ত হয়ে প্রয়াত কেপিপি নেতা অতুল রায়, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কামতাপুর পিপলস পার্টির(people’s party) প্রবীণ নেতা অতুল রায়(Atul Rai)। বুধবার বেলা à§§.৩০ নাগাদ তিনি শিলিগুড়ির(Siliguri) উপকণ্ঠে মাটিগাড়ার একটি নার্সিংহোমে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। প্রায় দু সপ্তাহ ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন বলে হাসপাতাল সূত্রের খবর।

কেপিপির সূচনা পর্বেই অতুল রায় গোটা উত্তরবঙ্গে সাড়া জাগান। একদা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মী অতুলবাবু রাজনীতিতে পূর্ণ সময় দিতে চাকরি ছেড়ে দেন। নব্বইয়ের শেষভাগে কেএলও যখন গোটা উত্তরবঙ্গে জাল বিছানোর চষ্টা করছিল, সেই সময়ে অতুলবাবুর সংগঠন রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। তবে অতুলবাবু কখনও সশস্ত্র আন্দোলনের ডাকে সাড়া দেননি।

আরও পড়ুন:অনুগামীদের নিয়ে একের পর এক বৈঠক মুকুলের, ফুল বদলের জল্পনা তুঙ্গে

বাম আমলের শেষ দিকে অতুলবাবু তৃণমূলের পরিবর্তনের ডাকে সাড়া দিয়েছিলেন। কিছুদিন তৃণমূলের সঙ্গে দূরত্ব রাখলেও পরে ফের কাছাকাছি চলে যান। অতুলবাবুর দলে মতবিরোধ শুরু হলে তিনি কামতাপুর প্রগ্রেসিভ পর্টি বলে পৃথক সংগঠন গড়ে আন্দলনে নামেন। তৃণমূলের সঙ্গে জোট গড়েছিলেন তিনি। রাজবংশী সম্প্রদায়ের জন্য গঠিত একাধিক সরকারি কমিটির সদস্য ছিলেন তিনি। এদিন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।