‘বেসুরো’ সামলাতে এবার কমিটি গড়লেন দিলীপ ঘোষ

ভোটে হারার পর বঙ্গ-বিজেপিতে দিন দিন বাড়ছে ‘বেসুরো’-র সংখ্যা à§· সংবাদমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় দলের শীর্ষস্তর থেকে জেলাস্তরের নেতারা উগড়ে দিচ্ছে নানা কথা, যে সব কথায় অস্বস্তি বাড়ছে দলের অন্দরে৷ কর্মীদের মনোবল ধ্বংস হচ্ছে, হাসির খোরাক হচ্ছে গোটা দল৷ নানা চেষ্টা করেও এদের সামলাতে পারছেনা রাজ্য কমিটি৷ এই পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷

দলের ‘বেসুরো’ নেতাদের নিয়ন্ত্রণে আনতে এবার শৃঙ্খলারক্ষা কমিটি গড়লো বিজেপি৷ তিন সদস্যের শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা হয়েছে৷ এই কমিটিকে দেওয়া হয়েছে অনেকটাই ক্ষমতা৷ কমিটির মাথায় রয়েছেন দলীয় সাংসদ ডাঃ সুভাষ সরকার। অন্য দুই সদস্য হলেন বিশ্বপ্রিয় রায়চৌধুরি ও রথীন বোস। এই দু’জনও রাজ্য বিজেপির পদাধিকারী। দলের অন্দরের ক্ষোভ-দ্বন্দ্ব সামাল দিতে এই কমিটি তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। দলের কোনও নেতা অন্য সুরে কথা বললে এই কমিটি তাঁর সঙ্গে কথা বলবে, জানতে চাইবে তিনি ঠিক কী বলতে চেয়েছেন৷ প্রয়োজনে রাজ্য কমিটির কাছে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশও করতে পারবে এই কমিটি৷

আরও পড়ুন:ধ্বংসস্তূপ দীঘা: একটি পরিবারের বৃত্তেই বাঁধ নির্মাণ ঠিকাদাররা, প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য