কেন্দ্রের নয়া নীতিতে থমকাল পুরসভা, আজ কলকাতায় বন্ধ সুপার স্প্রেডারদের টিকাকরণ

কেন্দ্রের নীতিতে সমস্যায় রাজ্য। বুধবার কলকাতায় বন্ধ 18 থেকে 44 বছর বয়সী সুপার স্প্রেডারদের কোভিশিল্ডের (Covishield) টিকাকরণ। রাজ্যকে ভ্যাকসিন (Vaccine) বিক্রি বন্ধ করেছে কেন্দ্র। ফলে ভ্যাকসিন অমিল। বুধবার কলকাতায় বন্ধ কোভিশিল্ড টিকাকরণ। শহরের ১০৩টি স্বাস্থ্যকেন্দ্র এবং ১৮টি মেগা সেন্টারে কোভিশিল্ড দেওয়া বন্ধ থাকবে বলে জানান পুরসভার স্বাস্থ্য প্রশাসক অতীন ঘোষ (Atin Ghosh)। তবে ৪১টি কেন্দ্রে কোভ্যাক্সিন (Covaccine) দেওয়া হচ্ছে।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সুপার স্প্রেডারদের জরুরি ভিত্তিতে টিকা দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিকা পেতে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য একাধিক পরিকল্পনা নেয় রাজ্য সরকার। কলকাতা পুরসভার নির্ধারিত প্রক্রিয়ার ফলে খুব সহজেই ভ্যাকসিন পাওয়া যাচ্ছিল। তবে তবে কেন্দ্রের নয়া নীতির জেরে থমকাল টিকাকরণ প্রক্রিয়া।

Advt

 

Previous articleকলকাতা সহ পশ্চিমবঙ্গে বাড়বে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ, সতর্ক করল আবহাওয়া দফতর
Next articleযোগী রাজ্যে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু কমপক্ষে ১৭ জনের, সাহায্যের আশ্বাস মোদির