কলকাতা সহ পশ্চিমবঙ্গে বাড়বে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ, সতর্ক করল আবহাওয়া দফতর

বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ। মাঝেমধ্যে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে কোথাও কোথাও। আজ রাজ্যজুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গে বাড়বে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির পরিমাণ। আগামিকাল থেকে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, ১১ জুন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। ফলে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে হাওয়া অফিস সতর্ক করেছে মৎসজীবীদের। জানানো হয়েছে,মৎস্যজীবীদের আগামিকালের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন-বজ্রাঘাতে স্বজনহারা পরিবারগুলির পাশে অভিষেক, আজ যাচ্ছেন মুর্শিদাবাদ

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নিম্নচাপের কাঁধে ভর করেই আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঢুকবে মৌসুমী বায়ু। পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খন্ড এবং বিহারে মৌসুমী বায়ু ঢুকে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গত রবিবারই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর হাত ধরে উত্তরবঙ্গে ঢূকে গিয়েছে বর্ষা। উত্তরবঙ্গে আগামী ৫ দিন টানা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advt

Previous articleবজ্রাঘাতে স্বজনহারা পরিবারগুলির পাশে অভিষেক, আজ যাচ্ছেন মুর্শিদাবাদ
Next articleকেন্দ্রের নয়া নীতিতে থমকাল পুরসভা, আজ কলকাতায় বন্ধ সুপার স্প্রেডারদের টিকাকরণ