Friday, November 7, 2025

চরাচরের দূরত্ব কাটিয়ে না-ফেরার দেশে বুদ্ধদেব দাশগুপ্ত, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত (Buddhadev Dasgupta)। বৃহস্পতিবার, সকালে দক্ষিণ কলকাতার নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭৭ বছর। আজই শেষকৃত্য প্রয়াত পরিচালকের।

তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। টুইট বার্তায় তিনি লেখেন, “বুদ্ধদেব দাশগুপ্ত মৃত্যুতে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হল। পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি”।

পুরুলিয়ার আনারা গ্রামে ১৯৪৪ সালে ১১ ফেব্রুয়ারি জন্ম বুদ্ধদেব দাশগুপ্তর। বাবা ছিলেন চিকিৎসক। কাজ করতে রেলে। তাই ছোটবেলা কেটেছে বিভিন্ন জায়গায়। অর্থনীতি নিয়ে স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পান বুদ্ধদেব।অর্থনীতির অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু। তবে ফিল্ম সংক্রান্ত পড়াশোনাতেও উৎসাহ ছিল।

১৯৬৮ সালে তথ্যচিত্র তৈরি করে পরিচালনায় হাতেখড়ি। প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি পরিচালনা করেন ১৯৭৮-এ। ‘দূরত্ব’ নামে সেই ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। এরপর নিম অন্নপূর্ণা, বাঘ বাহাদুর, তাহাদের কথা, গৃহযুদ্ধ, ফেরা, চরাচর, মন্দ মেয়ের উপাখ্যান-সহ একের পর এক উল্লেখযোগ্য ছবি রয়েছে তাঁর। অত্যন্ত প্রথিতযশা এই চিত্র পরিচালকের বহু ফিল্ম জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কৃত হয়েছে। ‘তাহাদের কথা’, ‘উত্তরা’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত।

আরও পড়ুন- এসবিআই এটিএম থেকে টাকা তুললে মানতে হবে নয়া নিয়ম, জেনে নিন সেগুলি

কিছুদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। ডায়ালিসিস চলছিল। ছিল বয়সজনিত সমস্যাও। এদিন সকাল ছটা নাগাদ প্রয়াত হন তিনি। তাঁর দুই কন্যা মুম্বাই নিবাসী। ফলে এই পরিস্থিতিতে তাঁদের পক্ষে এখনই কলকাতায় ফেরা সম্ভব নয়। স্ত্রী এবং নিকটাত্মীয়দের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে বুদ্ধদেব দাশগুপ্তর।

আরও পড়ুন- সেদিন বিয়ের কার্ড পাঠিয়ে অতিথি নিমন্ত্রণ, নুসরত এখন বলছেন বিয়েই করিনি!

Advt

 

 

spot_img

Related articles

মোদি সরকারের দু-গালে জোর থাপ্পড়! ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

আদালতে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিহিংসামূলক রাজনীতি করে দীর্ঘদিন ধরে প্রাপ্য আটকে রেখে বাংলাকে বঞ্চিত করছে...

পুত্র সন্তানের মা ক্যাটরিনা, নায়িকাকে বেবি কেয়ার টিপস বলিউড অভিনেত্রীদের!

শুক্রের সকালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ (Kattina Kaif)। আনন্দে আত্মহারা ভিকি কৌশল(Vicky Kaushal)। সেলেব দম্পতি...

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...