Saturday, August 23, 2025

নিখিল জৈনের সঙ্গে তাঁর কোনওদিন বিয়ে হয়নি, কেবল লিভ-ইন সম্পর্ক ছিল বলে গতকালই বোমা ফাটিয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু তোলপাড়। লিভ-ইন সম্পর্কে থাকলে লোকসভার ওয়েবসাইটে স্বামীর পরিচয় বা শপথের সময় নুসরত রুহি জাহান জৈন বলে নিজেকে পরিচয় দিয়েছিলেন কেন বা সিঁদুর পরে বিভিন্ন জায়গায় নিখিলের স্ত্রীর পরিচয়ে ঘুরেছেন কেন এইসব কথা এখন উঠছে। বিতর্কের ঝড়ের মুখে এবার নিজের ইনস্টাগ্রাম (Instagram) থেকে বিয়ের সব ছবি মুছে ফেললেন নুসরত জাহান (Nusrat Jahan)। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সামাজিক বিয়ের প্রমাণ মুছতেই কি তাঁর এই পদক্ষেপ?

২০১৯ সালের লোকসভা ভোটে জেতার কয়েক সপ্তাহের মধ্যে বিদেশে ঘটা করে ব্যবসায়ী নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরত। তুরস্কে তাঁদের বিয়ে হয়। বিয়ের ছবি ভাইরাল হয় নেটজগতে। সংবাদমাধ্যমেও প্রচুর পাবলিসিটি হয়। বিয়ের রিসেপশনে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী সহ বহু বিশিষ্ট। প্রশ্ন উঠছে, বিয়ে না হয়ে যদি লিভ-ইনই হবে, তার জন্য অতিথি ডেকে বধূবেশে রিসেপশন বা তার আগে বিয়ের আসর বসানোর কারণ কী? নুসরত-নিখিলের বিয়ে বা রিসেপশনে যারা উপস্থিত ছিলেন তাঁরা সবাই বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতেই গিয়েছিলেন, লিভ-ইন উদযাপন করতে নয়। সেই সময় বিভিন্ন মিডিয়ায় ইন্টারভিউ দেওয়ার সময়েও নুসরত একবারও কোথাও বলেননি তিনি বিয়ে করেননি! এখন নানা সম্পর্কের জটিলতায় হঠাৎ করে নতুন ব্যাখ্যা দিয়ে অভিনেত্রী আইনি ঝামেলা এড়ানোর চেষ্টা করছেন বলে অনেকের মত। তারই দ্বিতীয় ধাপ হিসাবে গতকালের মন্তব্যের পর অ্যাকাউন্ট থেকে বিয়ের সব ছবি সরিয়ে ফেলেছেন নুসরত। রথযাত্রায় ইসকনের মন্দিরে নববধূর বেশে নিখিল ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) সঙ্গে ভাইরাল হওয়া ছবিরও দেখা নেই।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version