Tuesday, August 26, 2025

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে স্নাতক হলেন ঋতাভরী, মেয়ের সাফল্য শেয়ার করলেন ‘মা’

Date:

বিষয় ছিল ‘অ্যাকটিং ফর ক্যামেরা প্রোগ্রাম’। সেই বিষয়েই ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্ণিয়া থেকে স্নাতকে প্রথম হয়েছেন অভিনেত্রী ঋতাভরী। লকডাউনের মানসিক চাপ থেকে শুরু করে শারীরীক অসুস্থতা, সবকিছুকে হার মানিয়ে নিজের বিষয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন তিনি। স্বভাবতই খুশি অভিনেত্রী। জানালেন,  ‘এবার বলতেই পারি, আমি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্ণিয়া থেকে স্নাতক।’

নিজের শারীরিক অসুস্থতা থেকে শুরু করে করোনা পরিস্থিতি, মানসিকভাবে সবটাই সামলেছেন। উল্টে কোভিড আবহে  সকলকে ভালো রাখার অঙ্গীকার নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কোভিড পরিস্থিতিতে গৃহবন্দি সাধারণ মানুষ যাতে মনের কথা বলে হাল্কা হতে পারে সেজন্য চালু করেছেন হেল্পলাইন। এছাড়াও বিভিন্নভাবে চেষ্টা করেছেন মানুষের পাশে থাকার। তবে আজকের দিনটা একটু অন্যরকম।  সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট জুড়ে শুধুই লিখলেন নিজের খুশির কথা। করোনা পরিস্থিতিতে অনলাইনে পড়াশোনা শুরু করেছিলেন তিনি। ক্লাস চলার মধ্যেই অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হতে হয়েছিলেন হাসপাতালে। কিন্তু সেখান থেকেও ক্লাস চালিয়ে গিয়েছেন তিনি। ঋতাভরী লিখছেন, ‘শারিরীক কষ্ট নিয়েও আমি আমার পরের ক্লাসের জন্য অপেক্ষা করতাম। আজ পুরস্কার পেয়ে মনে হচ্ছে পড়াশোনার ওপর আমার সেই ভালোবাসাটাই জিতেছে।’

স্বভাবতই মেয়ের এই সাফল্যে খুশি মা শতরূপা সান্যালও। অভিনেত্রীর মা পরিচালক শতরূপা সান্যাল (Satarupa Sanyal) মেয়ের সাফল্যের কথা শেয়ার করে লিখলেন, “আজ ঋতাভরী UCLA( University of California ) থেকে গ্রাজুয়েট হল। দুটো সার্জারি, লকডাউনের মানসিক চাপ, সব কিছু কে মোকাবিলা করেই একটানা ক্লাস করত কাক ভোর থেকে! পুরো অনুষ্ঠানটাই ছিল অনলাইন। আমি উপস্থিত থেকে দেখলাম!! মেয়ে এই বছরের সেরার পুরস্কার জিতল, তারও গৌরবের সাক্ষী রইলাম!”
নিজের বিষয় ‘অ্যাকটিং ফর ক্যামেরা প্রোগ্রাম’-এ প্রথম হয়েছেন ঋতাভরী। সুসংবাদ তাঁর অনুগামীদের জানিয়ে বলেছেন, ‘ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্ণিয়া থেকে হলিউডে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমার এই অভিজ্ঞতা আগে কখনও হয়নি। আমি চাই, আমার প্রোজেক্ট কালার্স অফ সাইলেন্স (Colours of Silence) হলিউড প্রোজেক্ট হিসাবে থাকুক। এই সুযোগটা হাতছাড়া করব না।’

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version