গত ৫ মে দিল্লির ছত্রসাল স্টেডিয়ামে ঠিক কী ঘটেছিল,তার বিবরণ দিলেন সোনু মহাল( sonu Mahal)। এদিন দিল্লি পুলিশের কাছে সাগর রানা(sagar rana) কাণ্ডে গোটা ঘটনার বিবরণ দিলেন সোনু। সেদিন সাগর রানার সঙ্গে তিনিও মার খেয়েছিলেন। এই মুহূর্তে দিল্লি পুলিশের দেওয়া সুরক্ষার মধ্যে রয়েছেন সোনু।

এদিন সোনু জানিয়েছেন, ৫ মে তাঁকে খুব বাজে ভাবে মেরেছিল সুশীল ( sushil kumar)। বীরেন্দ্র নামে এক প্রশিক্ষককেও মেরেছিল সুশীল। বীরেন্দ্রকে সুশীলের মারার কারণ হিসাবে সোনু বলেন, নাংলইতে একটি আখড়া তৈরি করেছিল বীরেন্দ্র। সেখানে ৫০ থেকে ৬০ জন কুস্তিগীরকে নিয়ে চলে গিয়েছিলেন সাগর। আর তাতেই নাকি রেগে যান সুশীল। এরপর ৪ মে সকাল থেকে সাগর রানার খোঁজ করছিলেন সুশীল। সুশীল সাগর এবং সোনুর বাড়িতে যায়। সেখানে তাঁদের মারধর করে। এরপাশাপাশি সোনু আরও জানিয়েছেন সাগর রানার এক সাগরেদ ভগত সিংকে অপহরণ করেছিলেন সুশীল। ওই ঘটনার পর ভগতের স্ত্রী পুলিশের কাছে যান। এরপরই ভগতকে ছেড়ে দিতে বাধ্য হন সুশীলরা।

আরও পড়ুন:মর্গ্যানের বর্ণবিদ্বেষী টুইটকাণ্ডে কী পদক্ষেপ নিতে চলেছে কেকেআর?
