Saturday, August 23, 2025

সংসদে অসত্য ভাষণ, নুসরতের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনতে  চলেছে বিজেপি ?

Date:

Share post:

সংসদ ভবনে ( parliament of India) দাঁড়িয়ে অসত্য (missguided) বিবৃতি দেওয়ার অভিযোগে  সাংসদ( MP actress Nusrat Jahan) নুসরতের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনতে চলেছে বিজেপি (BJP)। রাজনৈতিক মহল এবং বিজেপি অন্দরের খবর এমনই। কোনও জনপ্রতিনিধি সংসদে অসত্য তথ্য দিলে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা যায়। সেই আইনেই সম্ভবত নুসরতের বিরুদ্ধেও এমন কিছু পদক্ষেপের কথা ভাবছে বিজেপি। বিজেপির আইটি সেলের সর্বভারতীয় প্রধান অমিত মালব্য (Amit malabya, IT sale head BJP) বৃহস্পতিবার ‘সেই ভিডিও’-সহ একটি টুইটে বলেছেন, ‘ সাংসদ নুসরত জাহান রুহি জৈনের ব্যক্তিগত জীবন, তিনি কাকে বিয়ে করেছেন, কার সঙ্গে লিভ-ইন করছেন সেটা নিয়ে কারও কিছু বলার নেই। কিন্তু তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংসদের রেকর্ড সেই অসত্য তথ্য এখনো নিখোঁজ রয়েছে।

অমিত বলেন, ‘‘এখন সংসদ বন্ধ রয়েছে। সংসদ চালু হলে দলের তরফে কী পদক্ষেপ হবে তা জানিয়ে দেওয়া হবে।’’ তবে বিজেপি যে বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপও তৈরি করতে চাইছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

‘আমি নুসরত জাহান রুহি জৈন।’’ লোকসভায় শপথ নেওয়ার সময় এই ভাবেই বলেছিলেন সাংসদ নুসরত জাহান। লোকসভার ওয়েবসাইটে তাঁর স্বামীর নাম এখনো নিখিল জৈন (Nikhil Jain husband of Nusrat Jahan) লেখা রয়েছে । অথচ বসিরহাটের সাংসদ বুধবার দুপুরে একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি। বিয়ে নয়। ফলে বিবাহবিচ্ছেদের প্রশ্নই ওঠে না। এই খবর প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে যায়। কিন্তু পরে দেখা যায়, নুসরত নিখিলের সঙ্গে লিভ-ইন করেছেন বলে দাবি করলেও সরকারি নথিতে তিনি বিবাহিতা এবং স্বামীর নাম নিখিল জৈন। ২০১৯ সালে তুরস্কে ঘটা করে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন।

এদিকে সোশ্যাল মিডিয়ায় সাংসদ – অভিনেত্রী নুসরতের ‘অবৈধ’ বিয়ের ছবি নিয়ে ইতিমধ্যেই ট্রোলিং, সমালোচনা , ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়ে গিয়েছে। নুসরতের নিজের ইনস্টাগ্রাম থেকে ইতিমধ্যে ছবি সরিয়ে ফেলেছেন। কিন্তু ছবির এগিয়েছে ফেসবুক পেজে। স্বাভাবিকভাবেই ‘সহবাস সঙ্গী ‘, ‘জীবনসঙ্গী ‘ ‘স্বামী ‘ এই শব্দগুলি নিয়ে যারপরনাই ট্রোলের শিকার হতে হচ্ছে নুসরতকে।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...