চিন ফের ৬ লাখ কোভিড ভ্যাকসিন পাঠালো ঢাকায়

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

বাংলাদেশকে উপহার হিসেবে সিনোফার্মের তৈরি টিকা দিল চিন।
চিনের দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ করোনার টিকা আগামী রবিবার ঢাকায় এসে পৌঁছাবে। ঢাকায় চিনা দূতাবাসের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান আজ শুক্রবার সকালে তাঁর ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন ।

হুয়ালং ইয়ান লিখেছেন, চিনের উপহারের ছয় লাখ টিকা এখন বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরের পথে।
বাংলাদেশের জন্য নির্ধারিত চিনের সিনোফার্মের তৈরি ছয় লাখ টিকার চালানটি ১৩ জুন ঢাকায় আসবে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবনে বলেন, চিনের উপহারের ছয় লাখ ডোজ টিকা আনতে দুটি সি-১৩০ প্লেন পাঠানো হয়েছে । চিনা কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগকে বিভিন্ন ধরনের মেডিকেল ইকুইপমেন্ট দিচ্ছে। টিকা নেওয়ার পর প্লেনে যত জায়গা থাকবে, সেটি পুরোটা ভরে নিয়ে আসবে।

জানা গিয়েছে , চিনের উপহারের টিকা আনতে বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন বিমান ইতিমধ্যেই বেইজিংয়ের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে । উপহারের টিকা আর চিকিৎসাসামগ্রী নিয়ে বিমানবাহিনীর পরিবহন বিমান রবিবার বিকেলে ঢাকায় ফিরে আসবে।

চিন গত ১২ মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠিয়েছিল। তার ৯ দিনের মাথায় চিন দ্বিতীয় দফায় বাংলাদেশকে টিকা উপহার দেওয়ার ঘোষণা করে।
গত ২১ মে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ফোনে কথা হয়। এই ফোনালাপের সময় চিনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান। চিনের সেই টিকার অপেক্ষায় এখন ঢাকা ।

Previous articleকোপা আমেরিকার জন‍্য ঘোষণা করা হল আর্জেন্তিনা দল
Next articleঅসমের উদ্বাস্তু মুসলিমদের জনসংখ্যা নিয়ন্ত্রণের হুঁশিয়ারি হিমন্তের