Saturday, December 20, 2025

অসমের উদ্বাস্তু মুসলিমদের জনসংখ্যা নিয়ন্ত্রণের হুঁশিয়ারি হিমন্তের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী(chief minister) হিসেবে শপথ নেওয়ার পর প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লাভ জিহাদ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা(Hemant Vishwa Sharma)। এবার রাজ্যের জমি দখল ও জনসংখ্যা বাড়ার জন্য সরাসরি মুসলিমদের(Muslim) দায়ী করে বিতর্ক বাড়ালেন তিনি। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানালেন, ‘রাজ্যের জমি দখলের মত নানান সামাজিক সমস্যার সমাধান হয়ে যাবে যদি অভিবাসী মুসলিমরা পরিবার পরিকল্পনা মেনে চলে।’

বৃহস্পতিবার গুয়াহাটিতে এক সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেখানে তিনি বলেন, ‘বাইরে থেকে আসা মুসলিমরা যদি পরিবার পরিকল্পনা অনুসরণ করে এবং নিজেদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করে,তবে কোনও সমস্যাই থাকবে না। যদি এভাবেই জন বিস্ফোরণ হতে থাকে, তবে একদিন কামাক্ষ্যা মন্দিরের জমিও দখল হয়ে যাবে, এমনকি আমার বাড়িও দখল হয়ে যাবে।’ জনসংখ্যা বৃদ্ধির জন্য সরাসরি মুসলিমদের দায়ী করে তাঁর আরও দাবি, ‘আমরা গত বিধানসভাতেই জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি প্রয়োগ করেছিলাম। তবে বর্তমানে আমরা বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা কমানোর উপরই নজর দিতে চাই। আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারলে বহু সামাজিক সমস্যা দূর করা যাবে। তাই মুসলিমদের কাছে এটি আমার বিনীত অনুরোধ’।

আরও পড়ুন:হানকে জেরা এনআইএ, উত্তরপ্রদেশ এটিএসের, একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা

উল্লেখ্য, অসমের মোট জনসংখ্যার ৩১ শতাংশ মুসলিম হলেও বাংলাভাষী মুসলিমরা মূলত বাংলাদেশ থেকে অসমে অসময় এসেছে। এই পরিস্থিতিতে অসম বিধানসভা নির্বাচনের অন্যতম ইস্যু হয়ে দাঁড়ায় ভূমিপুত্রদের সংরক্ষণ। বিজেপির এহেন প্রচার স্বাভাবিকভাবেই ফের একবার অসমের ক্ষমতায় নিয়ে আসে গেরুয়া বাহিনীকে। মুসলিমদের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ বিরোধীরা। এ প্রসঙ্গে এআইইউডিএফ-র সাধারণ সম্পাদক আনিমূল ইসলাম বলেন, ‘মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়কে আক্রমণ করেই বলা হয়েছে। সরকারের তরফে জনসংখ্যা নিন্ত্রণে নীতি অনুসরণ করা হলে আমরা কখনওই তার বিরোধিতা করিনি। তবে জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী দারিদ্র ও অশিক্ষা যেটা নিয়ে মুখ্যমন্ত্রীকে মুখ খুলতে দেখা গেল না।’

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...