Monday, May 19, 2025

অসমের উদ্বাস্তু মুসলিমদের জনসংখ্যা নিয়ন্ত্রণের হুঁশিয়ারি হিমন্তের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী(chief minister) হিসেবে শপথ নেওয়ার পর প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লাভ জিহাদ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা(Hemant Vishwa Sharma)। এবার রাজ্যের জমি দখল ও জনসংখ্যা বাড়ার জন্য সরাসরি মুসলিমদের(Muslim) দায়ী করে বিতর্ক বাড়ালেন তিনি। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানালেন, ‘রাজ্যের জমি দখলের মত নানান সামাজিক সমস্যার সমাধান হয়ে যাবে যদি অভিবাসী মুসলিমরা পরিবার পরিকল্পনা মেনে চলে।’

বৃহস্পতিবার গুয়াহাটিতে এক সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেখানে তিনি বলেন, ‘বাইরে থেকে আসা মুসলিমরা যদি পরিবার পরিকল্পনা অনুসরণ করে এবং নিজেদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করে,তবে কোনও সমস্যাই থাকবে না। যদি এভাবেই জন বিস্ফোরণ হতে থাকে, তবে একদিন কামাক্ষ্যা মন্দিরের জমিও দখল হয়ে যাবে, এমনকি আমার বাড়িও দখল হয়ে যাবে।’ জনসংখ্যা বৃদ্ধির জন্য সরাসরি মুসলিমদের দায়ী করে তাঁর আরও দাবি, ‘আমরা গত বিধানসভাতেই জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি প্রয়োগ করেছিলাম। তবে বর্তমানে আমরা বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা কমানোর উপরই নজর দিতে চাই। আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারলে বহু সামাজিক সমস্যা দূর করা যাবে। তাই মুসলিমদের কাছে এটি আমার বিনীত অনুরোধ’।

আরও পড়ুন:হানকে জেরা এনআইএ, উত্তরপ্রদেশ এটিএসের, একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা

উল্লেখ্য, অসমের মোট জনসংখ্যার ৩১ শতাংশ মুসলিম হলেও বাংলাভাষী মুসলিমরা মূলত বাংলাদেশ থেকে অসমে অসময় এসেছে। এই পরিস্থিতিতে অসম বিধানসভা নির্বাচনের অন্যতম ইস্যু হয়ে দাঁড়ায় ভূমিপুত্রদের সংরক্ষণ। বিজেপির এহেন প্রচার স্বাভাবিকভাবেই ফের একবার অসমের ক্ষমতায় নিয়ে আসে গেরুয়া বাহিনীকে। মুসলিমদের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ বিরোধীরা। এ প্রসঙ্গে এআইইউডিএফ-র সাধারণ সম্পাদক আনিমূল ইসলাম বলেন, ‘মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়কে আক্রমণ করেই বলা হয়েছে। সরকারের তরফে জনসংখ্যা নিন্ত্রণে নীতি অনুসরণ করা হলে আমরা কখনওই তার বিরোধিতা করিনি। তবে জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী দারিদ্র ও অশিক্ষা যেটা নিয়ে মুখ্যমন্ত্রীকে মুখ খুলতে দেখা গেল না।’

spot_img

Related articles

এশিয়া কাপ নিয়ে এখনও কোনও ভাবনা নেই, জানিয়ে দিলেন বিসিসিআই সচিব

এশিয়া কাপ(Asia Cup) খেলা বা না খেলা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তই হয়নি। সাফ জানিয়ে দিলেন বিসিসিআই(BCCI) সচিব...

উত্তরেও কনভেনশন সেন্টার, ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে ভল্ভো বাস: উন্নয়নে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের (Convention Centre) মতো শিলিগুড়িতেও হবে ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টার। সোমবার, শিলিগুড়িতে দীনবন্ধু মঞ্চে বিজনেস সামিট-এ...

নাশকতার ছক বানচাল: জঙ্গি দমনে বড় সাফল্য অন্ধ্র, তেলেঙ্গানা, পঞ্জাব পুলিশের

অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ধ্বংস করাই ভারতের উদ্দেশ্য ছিল না। দেশের মধ্যে সব ধরনের নাশকতামূলক...

আপনার জন্য গোটা দেশ লজ্জিত: বিজেপি মন্ত্রী শাহর ‘ক্ষমা’ গ্রহণ করল না সুপ্রিম কোর্ট

ভারতীয় সেনা আধিকারিক সোফিয়া কুরেশির (Sofia Qureshi) বিরুদ্ধে কুরুচিকর যে মন্তব্য মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী বিজয় শাহ (Vijay Shah)...