Tuesday, November 4, 2025

‘আমাকে অনেক লজ্জা দিয়েছে, তবু পুত্র তো’, চোখের জল মুছে বললেন ভুল্লারের বাবা

Date:

এনকাউন্টারে খতম হয়েছিল দুষ্কৃতী জয়পাল ভুল্লার। বৃহস্পতিবার সন্ধেয় ছেলের মৃতদেহ নিতে কলকাতায় এসেছিলেন জয়পালের বাবা পাঞ্জাব পুলিশের অবসরপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর ভূপিন্দর সিং ভুল্লার। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, “ও আমাকে অনেক লজ্জা দিয়েছে। পুলিশ জানাল, আপনার ছেলেকে মেরে দেওয়া হয়েছে”।

 

ছিনতাই-তোলাবাজির মতো ঘেরাটোপ থেকে জয়পাল সিং ভুল্লার তার নিজের পিঠে পাঞ্জাব পুলিশের ‘প্রথম সারির’ অপরাধীর তকমাটা বসিয়ে নিয়েছিল। বুধবার দুপুরে, নিউটাউনের সুখবৃষ্টি আবাসনে রাজ্য পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে দেশের অন্যতম এই ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধীর মৃত্যু হয়েছে এনকাউন্টারে।

আরও পড়ুন-নিউটাউন এনকাউন্টার: জয়পালের আইএসআই-হিজবুল যোগ স্পষ্ট, টাকার সোর্স হাওলা

পাঞ্জাব পুলিশের অবসরপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর ভূপিন্দর সিং ভুল্লার আদতে ফিরোজপুরের বাসিন্দা। পুলিশের গুলিতেই ছেলের প্রাণ হারানোর খবর পেয়ে সংবাদমাধ্যমের সামনে তিনি চোখের জল ফেলতে ফেলতে বলেন, “ও আমাকে অনেক লজ্জা দিয়েছে। তবে, আর যাই হোক, নিজের ছেলে তো, মনটা ভেঙে যাচ্ছে।” তিনি আরও জানান, ছেলে যে বিপথে যাচ্ছে, ব্যস্ততার মধ্যেই তা আঁচ করতে পারছিলেন তিনি। তাই যে থানাতেই পোস্টিং হক, জয়পালকে থানার কোয়ার্টারে নিজের কাছে রাখার চেষ্টা করতেন। তিনি জানান, এই সময় ফিলোর পিলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে ৬ মাসের জন্য প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন। ওই সময় জয়পাল তাঁর সঙ্গে ছিল না।

ভূপিন্দর সিং ভুল্লার বলেন, “আমাকে পুলিশ জানিয়েছিল, আপনার ছেলেকে মেরে দেওয়া হয়েছে। ডেড বডি নিতে এসেছি। এর বেশি আর কী বা বলব!”

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...
Exit mobile version