Wednesday, December 17, 2025

আমি বাড়ি যাব: মুকুলের তৃণমূলে ফেরা নিয়ে মিমের বন্যা নেট দুনিয়ায়

Date:

প্রায় সাড়ে তিন বছর পর পদ্ম ছেড়ে ঘাসফুলে ফিরলেন মুকুল রায় (Mukul Ray)। এই খবরে তোলপাড় বঙ্গ রাজনীতি। একই সঙ্গে তোলপাড় নেটমাধ্যমও। শুভ্রাংশুকে সঙ্গে তৃণমূলে মুকুলের প্রত্যাবর্তনে মিমে ছয়লাপ ভার্চুয়াল ওয়ার্ল্ড। তাতে মুকুলের পাশাপাশি বাদ পড়েননি অমিত শাহও (Amit Shah)।

মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা ছিল। বিশেষ করে, মুকুল-জায়াকে দেখতে তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) হাসপাতালে যাওয়ার পরে। সেইসময় প্রকাশ্যেই অভিষেকের সেই সৌজন্য ও আন্তরিকতার প্রশংসা করেন শুভ্রাংশু রায়। শুক্রবার দুপুরে সপুত্র তৃণমূলে যোগ দেন মুকুল রায়। আর সেই থেকেই মিমের বন্যা বইতে শুরু হয় নেট দুনিয়ায়।

সবচেয়ে বেশি ভাইরাল (Viral) হয়েছে যে মিমটি, সেটি হল, ‘সোনার কেল্লা’-র শেষ দৃশ্য। ছোট্ট মুকুলের ছবি এবং সংলাপ, ‘‘আমি বাড়ি যাব।’’ মুকুল রায়ের প্রত্যাবর্তনে সামান্য রদবদল ঘটিয়ে ফিরে আরও একটি মিম নজরে পড়েছে, যাতে প্রশ্ন করা হয়েছে, ‘মুকুল তুমি ফিরলে কেন?’ উত্তর এসেছে, ‘ওটা দুষ্টু লোক।’

 

বুধবারই, ব্যক্তিগত জীবন নিয়ে বোমা ফাটিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। জানিয়েছেন, নিখিল জৈনকে তিনি বিয়ে করেননি, তাঁর সঙ্গে ‘লিভ ইন’ করেছিলেন, সুতরাং বিবাহবিচ্ছেদের প্রশ্নই আসে না। সেই সূত্রে একটি মিম তৈরি হয়েছে। সেই বক্তব্য থেকে শব্দবন্ধ ধার করে অভিনেত্রী শ্রীলেখা মিত্র নিজের ওয়ালে লিখেছেন, “বিজেপিতে আমি যোগ দিইনি। লিভ-ইন করছিলাম। বিজেপি ছাড়ার কোন প্রশ্নই আসে না
– ইতি মুকুল রায়”।


কোনটায় আবার দেখা যাচ্ছে আকাশ থেকে সারিবদ্ধ তৃণমূলের প্রতীক লাগানো হেলিকপ্টার ল্যান্ড করছে সঙ্গে লেখা করছে। লেখা রয়েছে, “মুকুল রায়ের ছেলেরা ফিরছে”।

অমিত শাহর হাত ধরেই বিজেপিতে গিয়েছিলেন মুকুল। একটি মিমে দেখা যাচ্ছে অমিত শাহর কাঁধে হাত রেখে মুকুল রায় বলছেন, “আপনার সঙ্গে একটু রসিকতা করলাম”। মুকুল রায়ের তৃণমূলের ফেরা রাজনৈতিক দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ একদিকে যেমন তার কাটাছেড়া চলছে, তেমনি নেট দুনিয়া মেতে রয়েছে তারপর তো ছেড়ে ঘাসফুলে প্রত্যাবর্তন নিয়ে তৈরি এমনই সব ভাইরাল মিম-এ।

আরও পড়ুন- মুকুল রায়ের দলবদলকে কার্যত উপেক্ষা করলেন দিলীপ ঘোষ

 

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version