Saturday, August 23, 2025

প্রায় ৪ বছর পর ‘ঘরে’ ফিরলেন মুকুল রায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টার্স স্ট্রোকে বিজেপি যে কার্যত ব্যাকফুটে চলে গেল তা স্পষ্ট হয়ে গেল একের পর এক বিজেপি নেতার বক্তব্যে। এই প্রসঙ্গে প্রথমে কোনও মন্তব্যই করতে চাননি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরে মুখ খোলেন। আর বিজেপি অফিসে সাংবাদিক বৈঠকে এসে মুকুল রায়কে শুভেচ্ছা জানালেন জয়প্রকাশ মজুমদার।

সকালেই বিজেপি নেতা তথাগত রায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মন্তব্য করেন। এছাড়া কোনও বিজেপি নেতার মুখে রাজ্য রাজনীতি সাম্প্রতিক কালে এত বড় ঘটনা নিয়ে বিশেষ আক্রমণাত্বক সুর শোনা গেল না। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রথমে এড়িয়ে যেতে চাইলেও পরে বলেন, “গিয়েছেন তো আমার কী করার আছে?” আসলে তিনি বুঝিয়ে দেন মুকুল রায়ের দলত্যাগে বিজেপিতে কোনও প্রভাব পড়বে না।

এদিকে জয়প্রকাশ মজুমদার বিজেপি অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় প্রসঙ্গে বলেন, “তাঁকে শুভেচ্ছা জানাই”। সেই সঙ্গে তৃণমূল নেত্রীর ভয় দেখিয়ে মুকুলকে বিজেপিতে নিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘উনি তো বাচ্চা ছেলে ছিলেন না। আর ভয় পাওয়ার কথা বলে আসলে মুকুল রায়কে অসম্মানিত করা হচ্ছে’।

এদিকে মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত বিজেপি নেতা শিলভদ্র দত্ত বলেন, বার বার এভাবে দলবদলে নেতিবাচক প্রভাব পড়বে। আর তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, উনি সুবিধাবাদী। প্রথমে ভেবেছিলেন বিজেপি জিতলে ক্ষমতায় থাকবেন। এখন তা পূরণ না হওয়ায় আবার তৃণমূলে ফিরে গিয়েছেন। এতে বিজেপির ভালই হবে।

এখন দেখার মুকুল রায়ের দল ছাড়া নিয়ে বিজেপি ভবিষ্যতে কী অবস্থান নেয়। দলের নেতা কর্মীদের কাছেই বা কী বার্তা দেওয়া হয়।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version