Saturday, August 23, 2025

মানুষের পাশে কামারহাটির বিধায়ক মদন মিত্র, যোগাযোগের জন্য দিলেন তিনটি নম্বর

Date:

কামারহাটিতে ৩৫ হাজারের বেশি ভোটে জিতেছেন তৃণমূল নেতা মদন মিত্র। এবার ত্রাণ বিলির কাজে ময়দানে নেমে পড়েছেন কামারহাটির বিধায়ক। বাড়িতে বাড়িতে শুকনো খাবার পৌঁছে দিচ্ছে কামারহাটির ডেভেলপমেন্ট সোসাইটি এ কথা ফেসবুক লাইভে এসে জানিয়েছেন মদন মিত্র।

মদন জানিয়েছে, কামারহাটির ৯৮টি গ্রুপ সারা বাংলায় ত্রাণ বিলি করছে। ত্রাণ বিলির খতিয়ান তুলে ধরে তৃণমূল বিধায়ক বলেছেন, “কামারহাটির ছেলেরা গঙ্গাসাগরেও পৌঁছে গিয়েছে। সরকারি টাকায় ত্রাণ দেওয়া হয়নি। যে যেমন পেরেছেন সেই অনুযায়ী ত্রাণ দিয়েছেন। কেউ পাঁচ কেজি চাল কেউ একটা কুমড়ো দিয়েছেন।”

মদন মিত্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তিনটি নম্বর দিয়েছেন। যেখানে মানুষ যোগাযোগ করতে পারবেন। নম্বর তিনটি হল ৯৯০৩৩৮৯১১১, ৯৯০৩৩৭৮১১১ ও ৮৪২০৬৬৬৬৬। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় মদন মিত্র লাইভে এসে ঢালাও প্রশংসা করেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তারদের। বলেন, “আমরা একটা সেফ হোম করেছিলাম। গতকাল খবর পেলাম সেখানে ৮৬ জন ভর্তি। ৪৬ জন গুরুতর অসুস্থ রোগী ছিলেন। তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সাগর দত্ত মেডিক্যাল কলেজের ডাক্তারদের কোনও তুলনা নেই।” তিনি আরও বলেন, “এছাড়া আমরা অক্সিজেন পার্লার খুলেছিলাম। এখনও অবধি ২২০০-রে বেশি মানুষ অক্সিজেন পার্লারে অক্সিজেন পেয়েছেন।”

আরও পড়ুন-অসমের উদাস্তু মুসলিমদের জনসংখ্যা নিয়ন্ত্রণের হুঁশিয়ারি হিমন্তের

কামারহাটির বিধায়ক জানান, “কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটি, “কবরখানা করে দিয়েছে, জল দিয়েছ। কামারহাটিতে আমরা একটা চারতলার লাইব্রেরি করে দিয়েছি। তিনটি পার্ক করেছি। কামারহাটি ফুটবল ডেভেলপমেন্ট সোসাইটি থেকে ৫০০ ক্লাবকে চারটি করে ফুটবল দেওয়া হয়েছে। সবার পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version