রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণে রাজ্যের সর্বত্র মিলবে রেশন

রাজ্যের মানুষ যে কোনও জায়গা থেকে যাতে রেশন নিতে পারেন, সেজন্য বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার।খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে, আগামী অগস্ট মাসের মধ্যে সমস্ত রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করা হবে।করোনা আবহে সাধারণ মানুষ যাতে রেশনের সামগ্রী ঠিকভাবে পান, সেকথা মাথায় রেখেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।
বৃহস্পতিবার এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কের প্রক্রিয়া চালু হলে গণবণ্টন ব্যবস্থায় আরও বেশি স্বচ্ছতা আসবে। সংযুক্তিকরণের ফলে কোনও ব্যক্তি যদি নিজের আগের ঠিকানায় না-ও থাকেন, তাতেও তাঁর আর রেশন পেতে অসুবিধা হবে না। নিকটবর্তী রেশন দোকান থেকেই রেশন সংগ্রহ করতে পারবেন। এ ক্ষেত্রে কার্ডের ঠিকানা বদল না করলেও চলবে।
এরই পাশাপাশি কারা কারা ভর্তুকি যুক্ত রেশন পাবেন, সেবিষয়ে সিদ্ধান্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রেশন প্রাপকদের মাপকাঠিও পরিবর্তন করা হবে।কারা এখন ভর্তুকি যুক্ত রেশন পেতে পারেন, সেব্যাপারে সিদ্ধান্ত নেবে এই কমিটি।
করোনা পরিস্থিতিতে অনেকেরই রোজগার বন্ধ।এই সংকটজনক পরিস্থিতিতে তাঁরা যাতে রেশনের জিনিসপত্র ঠিকভাবে পেতে পারেন, তা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার।সেই কারণে একটি রিভিউ কমিটি গঠন করা হয়েছে, যারা খতিয়ে দেখবে কারা রেশন পেতে পারেন আর কারা নয়।এছাড়াও রাজ্য সরকারের এখন গ্রাহকদের সুবিধার জন্য ই-রেশন কার্ড ব্যবস্থাও চালু করা হয়েছে।

 

Advt