কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটিই প্রযুক্তির সাহায্যে হবে। মানুষের এতে কোনও ভূমিকা থাকবে না। বেশ কিছু গাড়ি প্রশিক্ষণ কেন্দ্রকে মান্যতা দেওয়া হবে। সেখানে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী পুরো পরীক্ষা হবে। সেই পরীক্ষা পাশ করলে কেন্দ্র থেকেই শংসাপত্র দেওয়া হবে। তার তথ্য আরটিও-র কাছে পৌঁছে যাবে।তারপরই মিলবে লাইসেন্স।