Monday, May 5, 2025

রাজ্যে জারি বিধিনিষেধ। বন্ধ ট্রেন পরিষেবা। তবে ১৭ জুন থেকে স্পেশাল ট্রেন (Special Train) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া (Howrah) এবং শিয়ালদহ (Sealdah) শাখায় চালু হবে স্পেশাল ট্রেন পরিষেবা। একাধিক রুটে স্পেশাল ট্রেন চালু করা হবে। তবে লোকাল ট্রেন চালানো হবে কি না তা এখনও জানা যায়নি।

করোনা সংক্রমণে রাশ টানতে দুই দফায় বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। ১৫ জুন পর্যন্ত তার মেয়াদ বাড়ানো হয়েছে। দ্বিতীয় দফায় বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে। দোকান খোলার সময়সীমা বাড়ানো হয়েছে দুপুর ১২টা থেকে চারটে পর্যন্ত।

তবে, প্রথম দফা থেকেই বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। হাওড়া এবং শিয়ালদহ-সহ সব শাখাতেই সব রুটের লোকাল ট্রেন বন্ধ। একের পর এক ট্রেন চালক এবং গার্ড করোনা আক্রান্ত হয়ে পড়ায় পরিষেবাতেও সমস্যা হচ্ছিল। সীমিত সংখ্যাক দূরপাল্লার ট্রেন চলছে।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই কম। সেকারণেই একাধিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ তারিখ থেকে হাওড়া এবং শিয়ালদহ রুটে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালানো হবে। তবে রবিবার সেগুলি চলবে না।
যে ট্রেন গুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলি হল:

• হাওড়া-রাঁচি শতাব্দী স্পেশাল
• শিয়ালদা-এনজেপি স্পেশাল
• হাওড়া-কাটিহার স্পেশাল ট্রেন
• কলকাতা-হলদিবাড়ি স্পেশাল (সপ্তাহে ৪দিন চলবে)
• কলকাতা-বালুরঘাট স্পেশাল ট্রেন (শনিবার ছাড়া চলবে)

তবে, এখনও বন্ধ মেট্রো পরিষেবাও। লোকাল ট্রেন চলাচল সম্পর্কেও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version