Friday, November 14, 2025

‘অয়ারাম-গয়ারামদের নিয়ে চিন্তিত নই,’ মুকুল বিদায়ে মন্তব্য দিলীপের

Date:

বঙ্গ বিজেপিকে(BJP) দিশা দেখাতে কদিন আগেও গেরুয়া শিবিরে তাঁর গুরুত্ব ছিল অপরিসীম। বিজেপি নেতারা মনেপ্রাণে মানতেন বঙ্গ রাজনীতির চাণক্য তিনি। এহেন মুকুল রায়(Mukul Roy) গেরুয়া শিবির ছেড়ে এবার ঘাসফুলে যোগ দিতেই তাঁকে ‘অয়ারাম গয়ারাম’ বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। জানিয়ে দিলেন, এইসব অয়ারাম গয়ারামদের নিয়ে মোটেই চিন্তিত নই আমরা। যদিও মুকুল বিদায়ের পর বঙ্গ বিজেপি নেতাদের মন্তব্যকে ‘আঙুর ফল টক’ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

বৃহস্পতিবার বিজেপি ছেড়ে তৃণমূল ভবনে(Trinamool Bhavan) এসে ঘাসফুলে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। এরপরই কার্যত ভিত কেঁপে ওঠে গেরুয়া শিবিরের। বৃহস্পতিবার অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি দিলীপ ঘোষকে। শুক্রবার পার্টি অফিসে সাংবাদিক বৈঠক চলাকালীন স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ধেয়ে আসে দিলীপের জন্য। যদিও মুকুল ইস্যুতে একেবারেই ‘ডোন্ট কেয়ার’ মনোভাব দেখান রাজ্য বিজেপি সভাপতি। দিলীপ ঘোষ বলেন, ‘অয়ারাম গয়ারামদের নিয়ে মোটেই চিন্তিত নই আমরা। কোটি কোটি মানুষ বিজেপি করছে। দলের নীতি, আদর্শ, কার্যপদ্ধতি তাঁদের কাছে পরিষ্কার। বিজেপি মহাসাগরের মতো, এক বিন্দু জল চলে গেলে তাতে কিছু আসে-যায় না’। এরপরই সুর চড়িয়ে তিনি বলেন, ‘মুকুল রায়কে দলে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল। জীবনে প্রথমবার ভোটে জেতার সুযোগ দেওয়া হয়েছিল তাঁকে। উনি অভিজ্ঞ নেতা জেনে বুঝে সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে আলাদা করে আমাদের কিছু বলার নেই।’

আরও পড়ুন:মুকুল দল ছাড়তেই বেসুরো বিজেপি বিধায়ক বিশ্বজিৎ

উল্লেখ্য, ২০১৭ সালের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। দীর্ঘ চার বছর তাঁর উপস্থিতিতে বঙ্গ রাজনীতিকে বিশেষ জায়গা করে নিয়েছে বিজেপি। যদিও শেষ সময়ে সেভাবে দলে মুকুল রায় গুরুত্ব পাচ্ছিলেন না এমন অভিযোগ উঠতে শুরু করেছিল। বিধানসভা নির্বাচনেও সেভাবে মুকুল রায়ের অস্তিত্ব দেখা যায়। যদিও বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে বিধায়ক হিসেবে জিতে আসেন তিনি। ফল ঘোষণার পর গত বৃহস্পতিবার তৃণমূল ভবনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ফের তৃণমূলে যোগদান করেন সপুত্র মুকুল।

Related articles

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...
Exit mobile version