Wednesday, November 12, 2025

খায়রুল আলম, ঢাকা: চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ শাখাওয়াত আলী লালুকে গ্রেফতার করল পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। শুক্রবার রাতে শহরের খুলশী থানার দক্ষিণ খুলশী আবাসিক এলাকার চট্টগ্রাম কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তির সঙ্গে আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনের সরাসরি যোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাতে কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই রাছিব খাঁন অভিযান চালিয়ে ওই জঙ্গিকে গ্রেফতার করেন। ধৃত ব্যক্তির কাছ থেকে বিভিন্ন নথি, পাসপোর্ট, মোবাইল, ট্যাব এবং একটি নোটবুক উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে স্থানীয় থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, ২০১২ সালে শাখাওয়াত,তার দু’ভাই- আরিফ ও মামুনের মাধ্যমে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়। এরপর থেকে শাখাওয়াত, জিয়া , মনসুরাবাদ এলাকার শফিক হুজুর ও লালখানবাজার এলাকার ইলেকট্রনিক্স দোকানের এক কর্মচারী ওমর ফারুক মিলে দীর্ঘদিন ধরেই জঙ্গি কার্যক্রম পরিচালনা করে আসছিল। ধীরে ধীরে আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ হয়ে ওঠে শাখাওয়াত।সূত্রের খবর, সিরিয়ায় যুদ্ধে অংশ নিতে ২০১৭ সালে তুরস্কেও যায় সে। সেখানে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ করে এবং সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) কাছ থেকে ছ’মাস প্রশিক্ষণ নিয়ে ইদলিব এলাকায় যুদ্ধে অংশ নেয় শাখাওয়াত। পরে ফের অবৈধ পথেই সীমান্ত অতিক্রম করে তুরস্কে ফিরে সেখান থেকে ইন্দোনেশিয়া হয়ে শ্রীলঙ্কায় যায় সে। পরে ফের ইন্দোনেশিয়া থেকেই জঙ্গি কার্যক্রম চালাচ্ছিল আইটি বিশেষজ্ঞ। গত ২২ মার্চ দেশে ফিরে এসে আবারও আনসার আল ইসলামকে সংগঠিত করার কাজ শুরু করেছিল শাখাওয়াত।

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version