Wednesday, August 27, 2025

খায়রুল আলম, ঢাকা: চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ শাখাওয়াত আলী লালুকে গ্রেফতার করল পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। শুক্রবার রাতে শহরের খুলশী থানার দক্ষিণ খুলশী আবাসিক এলাকার চট্টগ্রাম কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তির সঙ্গে আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনের সরাসরি যোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাতে কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই রাছিব খাঁন অভিযান চালিয়ে ওই জঙ্গিকে গ্রেফতার করেন। ধৃত ব্যক্তির কাছ থেকে বিভিন্ন নথি, পাসপোর্ট, মোবাইল, ট্যাব এবং একটি নোটবুক উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে স্থানীয় থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, ২০১২ সালে শাখাওয়াত,তার দু’ভাই- আরিফ ও মামুনের মাধ্যমে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়। এরপর থেকে শাখাওয়াত, জিয়া , মনসুরাবাদ এলাকার শফিক হুজুর ও লালখানবাজার এলাকার ইলেকট্রনিক্স দোকানের এক কর্মচারী ওমর ফারুক মিলে দীর্ঘদিন ধরেই জঙ্গি কার্যক্রম পরিচালনা করে আসছিল। ধীরে ধীরে আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ হয়ে ওঠে শাখাওয়াত।সূত্রের খবর, সিরিয়ায় যুদ্ধে অংশ নিতে ২০১৭ সালে তুরস্কেও যায় সে। সেখানে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ করে এবং সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) কাছ থেকে ছ’মাস প্রশিক্ষণ নিয়ে ইদলিব এলাকায় যুদ্ধে অংশ নেয় শাখাওয়াত। পরে ফের অবৈধ পথেই সীমান্ত অতিক্রম করে তুরস্কে ফিরে সেখান থেকে ইন্দোনেশিয়া হয়ে শ্রীলঙ্কায় যায় সে। পরে ফের ইন্দোনেশিয়া থেকেই জঙ্গি কার্যক্রম চালাচ্ছিল আইটি বিশেষজ্ঞ। গত ২২ মার্চ দেশে ফিরে এসে আবারও আনসার আল ইসলামকে সংগঠিত করার কাজ শুরু করেছিল শাখাওয়াত।

 

 

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version