Wednesday, August 27, 2025

‘বিজেপির ঘরের খবর মমতার কাছে ফাঁস করবেন মুকুল’, দলত্যাগে সন্দেহ তথাগতর

Date:

বিজেপির(BJP) সঙ্গে ৪ বছরের সম্পর্ক কাটিয়ে অবশেষে তৃণমূলে ফিরে গিয়েছেন মুকুল রায়(Mukul Roy)। স্বাভাবিকভাবে মুকুলের এমন হঠাৎ সিদ্ধান্তে রীতিমতো আলোড়ন শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে। মুকুল বিদায়ে দলের শীর্ষ নেতৃত্ব ‘ডোন্ট কেয়ার’ মনোভাব দেখালেও আদতে বিষয়টি যে এতটা সহজ নয় তা বেশ বুঝতে পারছে গেরুয়া শিবির। এহেন পরিস্থিতির মাঝেই এবার আশঙ্কার কথা শোনালেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তথাগত রায়(Tathagata Roy)। মুকুলকে ‘ট্রোজান হর্স’-এর সঙ্গে তুলনা করে তথাগতর দাবি বিজেপির ঘরের খবর মমতা বন্দোপাধ্যায়ের হাতে তুলে দেবেন তিনি।

শুক্রবার মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তনের পর শনিবার একের পর এক টুইট করেন তথাগত। এবং সেই টুইটে তিনি দাবি করেন, মুকুল যে বিশ্বাসঘাতকতা করবেন এ কথা আগেই দলকে জানিয়েছিলেন তিনি। তবে দল তাকে গুরুত্ব দেয়নি। টুইটে তিনি লেখেন, ‘ট্রোজান হর্সের গল্প সবাই জানে। মুকুল সেই ট্রোজান হর্স। ওনাকে বিজেপিতে সবাই স্বাগত জানাল। উনি নেতাদের কাছ থেকে সব তথ্য জানলেন। এবার সেই তথ্য জানাবেন নেত্রীকে।’ শুধু তাই নয়, মুকুলের বিজেপি যোগ নিয়েও শুরুতে আশঙ্কা প্রকাশ করেছিলেন তথাগত। যদিও তৎকালীন সময়ে তিনি রাজ্যপাল থাকার কারণে এ বিষয়ে কিছু বলেননি। পরে দলে ফিরে কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টি স্পষ্ট করেন তথাগত যদিও সেকথা কেন্দ্রীয় নেতৃত্ব কানে তোলেনি। মুকুল দল ছাড়ার পর কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে সে কথা স্মরণ করিয়ে ফের টুইটে সরব হলেন তথাগত।

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version