Sunday, August 24, 2025

খায়রুল আলম, ঢাকা: চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ শাখাওয়াত আলী লালুকে গ্রেফতার করল পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। শুক্রবার রাতে শহরের খুলশী থানার দক্ষিণ খুলশী আবাসিক এলাকার চট্টগ্রাম কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তির সঙ্গে আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনের সরাসরি যোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাতে কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই রাছিব খাঁন অভিযান চালিয়ে ওই জঙ্গিকে গ্রেফতার করেন। ধৃত ব্যক্তির কাছ থেকে বিভিন্ন নথি, পাসপোর্ট, মোবাইল, ট্যাব এবং একটি নোটবুক উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে স্থানীয় থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, ২০১২ সালে শাখাওয়াত,তার দু’ভাই- আরিফ ও মামুনের মাধ্যমে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়। এরপর থেকে শাখাওয়াত, জিয়া , মনসুরাবাদ এলাকার শফিক হুজুর ও লালখানবাজার এলাকার ইলেকট্রনিক্স দোকানের এক কর্মচারী ওমর ফারুক মিলে দীর্ঘদিন ধরেই জঙ্গি কার্যক্রম পরিচালনা করে আসছিল। ধীরে ধীরে আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ হয়ে ওঠে শাখাওয়াত।সূত্রের খবর, সিরিয়ায় যুদ্ধে অংশ নিতে ২০১৭ সালে তুরস্কেও যায় সে। সেখানে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ করে এবং সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) কাছ থেকে ছ’মাস প্রশিক্ষণ নিয়ে ইদলিব এলাকায় যুদ্ধে অংশ নেয় শাখাওয়াত। পরে ফের অবৈধ পথেই সীমান্ত অতিক্রম করে তুরস্কে ফিরে সেখান থেকে ইন্দোনেশিয়া হয়ে শ্রীলঙ্কায় যায় সে। পরে ফের ইন্দোনেশিয়া থেকেই জঙ্গি কার্যক্রম চালাচ্ছিল আইটি বিশেষজ্ঞ। গত ২২ মার্চ দেশে ফিরে এসে আবারও আনসার আল ইসলামকে সংগঠিত করার কাজ শুরু করেছিল শাখাওয়াত।

 

 

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version