Thursday, November 6, 2025

চরবৃত্তির অভিযোগে ধৃত চিনা নাগরিককে ৬ দিনের পুলিশ হেফাজত দিল আদালত

Date:

চরবৃত্তির অভিযোগ ভারতে অনুপ্রবেশকারী চিনা (China) নাগরিক হান জুনবেকে ৬ দিনের পুলিশ হেফাজতে পাঠাল মালদহ (Maldah) আদালত। তার কাছ থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে খবর। বিএসএফ জানিয়েছে হান জুনবে নামের ওই চিনা নাগরিকের বিরুদ্ধে বিদেশি আইনের (Foreign Act) ১৪ বি ধারা অর্থাৎ বৈধ নথি ছাড়া ভারতে আনুপ্রবেশের অপরাধে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তদন্তের সুবিধায় এর সঙ্গে আরও কয়েকটি ধারা যোগ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। তবে আপাতত তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় কালিয়াচক থানার পুলিশ। প্রয়োজনে দেশের সব কটি থানাকে এ ব্যাপারে সতর্ক করা হতে পারে।

 

মালদার মিলিক সুলতানপুর সীমান্ত এলাকা থেকে ওই চিনা নাগরিককে গ্রেফতার করেছিল বিএসএফ। যখন সে অবৈধ ভাবে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলো তখন তাকে গ্রেফতার করে বি এস এফ। ১৪ এবি ফরেন অ্যাক্ট এ শনিবার তাকে মালদহ জেলা আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে তোলা হবে। গতকাল শুক্রবার এই ব্যাক্তিকে জেরা করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। উত্তর প্রদেশের এটিএস এর টিম মালদায় এসে জেরা করার পর কালিয়াচক পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে সূত্রের খবর জেলা পুলিশকে দিলেও এটিএস তাকে রিমান্ডে নিতে পারে।

অনুপ্রবেশকারীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সীমান্ত চৌকি মহাদীপুরে রাখা হয়েছিল।জিজ্ঞাসাবাদের সময় এই চিনা অনুপ্রবেশকারী তার নাম বলেছে হান জুনবে(৩৬)। তিনি চিনের হুবাইয়ের বাসিন্দা। জিজ্ঞাসাবাদ করে এবং পাসপোর্ট উদ্ধার করে জানা যায় সে চলতি বছরের ২ জুন ব্যবসায়িক ভিসা নিয়ে ঢাকা , বাংলাদেশে পৌঁছেছিল। সেখানে একজন চিনা বন্ধুর সাথে থেকেছে । তারপরে ৮ জুন সোনা মসজিদ , জেলা চাঁপাই নবাবগঞ্জে (বাংলাদেশ) আসে এবং একটি হোটেলে ছিল । ১০ জুন যখন সে ভারতীয় সীমান্তের ভিতরে প্রবেশ করছিলো , তখন তাকে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা ধরে ফেলে।

জিজ্ঞাসাবাদে সে বলেছে যে এর আগেও চারবার ভারতে এসেছিলো। ২০১০ সালে হায়দরাবাদ এবং ২০১৯ সালের পরে তিনবার দিল্লি গুরুগ্রামে এসেছিলো । তার কথা মতো গুরুগ্রামে তাঁর একটি হোটেল আছে।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version