ভারতে সাইবার হামলার পরিকল্পনা ছিল চিনা নাগরিক হানের, দাবি বিশেষজ্ঞদের

নিজস্ব চিত্র।

মালদহে বাংলাদেশ সীমান্তে থেকে ধৃত চিনা নাগরিক হান জুনেইকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, হান ভারত থেকে প্রায় ১৩০০ সিমকার্ড সংগ্রহ করেছিল। এবং সে ভারত থেকে প্রায় ১ হাজার ডেটাবেস চিনে পাচার করে। সাইবার বিশেষজ্ঞদের মত, এই সবই সাইবার হামলার পরিকল্পনা অঙ্গ।

বৃহস্পতিবার মালদহে বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়ে হান। শনিবার তাকে মালদহ জেলা আদালতে তোলা হলে হানকে ১৮ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

হান চিনের সামরিক বিশ্ববিদ্যায়লয় থেকে ইংরেতি স্নাতক ডিগ্রি লাভ করেন। হঠাৎ ইংরেজিতে পড়াশোনা করতে গেলেন কেন তা জানার চেষ্টা চলছে। সেই সঙ্গে হানের এক বাংলাদেশী সহযোগীর খোঁজ চলছে। তদন্তকারীরা হানের ল্যাপটপটি খোলার চেষ্টা করছেন। কিন্তু হান বার বার সেই ল্যাপটপের ভুল পাসওয়ার্ড দিচ্ছেন। ফলে সেটি এখনও পর্যন্ত খোলা সম্ভব হচ্ছে না। মনে করা হচ্ছে হানের ল্যাপটপ খুলে গেলে প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য সামনে চলে আসবে। হানের কী পরিকল্পনা ছিল তাও অনেকটা পরিষ্কার হয়ে যাবে তদন্তকারীদের কাছে।

সব মিলিয়ে হানের কাছ থেকে পাওয়া এবং তদন্তকারীদের হাতে আসা তথ্য খতিয়ে দেখা হচ্ছে। কী পদ্ধতিতে হান এবং তার সহযোগীরা কাজ করত বা কী পরিকল্পনা ছিল তা বোঝার চেষ্টা চলছে।