Wednesday, November 12, 2025

রেজাউলকে ঝাঁটা মেরে বের করে দেওয়ার হুমকি আরাবুলের

Date:

বিধানসভা নির্বাচনে(assembly election) ভাঙড়(Bhangarh) থেকে রেজাউল করিমকে(Rezaul Karim) তৃণমূল প্রার্থী করার পর কোন্দল স্পষ্ট হয়ে উঠেছিল। এবার সেই দ্বন্দ্ব চরম আকার ধারণ করল। নির্বাচনে তৃণমূলের হারের পর পরাজিত প্রার্থী রেজাউল করিমকে অশালীন ভাষায় আক্রমণ করে বসলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম(Arabul Islam)। তাঁকে অপদার্থ, নির্লজ্জ বলার পাশাপাশি ঝাঁটা মেরে বের করে দেওয়ার নিদান দেন আরাবুল।

২০২০ সালে তৃণমূলে যোগ দেওয়ার পর একুশের বিধানসভা নির্বাচনে দলের তরফে টিকিট দেওয়া হয় রেজাউলকে। এই ঘটনায় শুরুতেই প্রতিবাদ জানিয়েছিলেন আরাবুল ইসলাম। যদিও দলীয় নেতৃত্বের চাপে পড়ে শান্ত হয়ে যান তিনি। এরপর নির্বাচনে রেজাউল করিমের হার মোটেই ভালোভাবে নেননি আরাবুল ইসলাম। এদিন রেজাউলের বিরুদ্ধে রীতিমতো তোপ দেগে আরাবুল বলেন, ‘অপদার্থ, নির্লজ্জ, বেহায়া একটা লোককে ভাঙড় থেকে তাড়িয়ে রাজ্য দফতরে নিয়ে যাব। ঝাঁটা মেরে বিদায় করব। ওঁকে দেখেই মানুষ আমাদের ভোট দেননি। আমি রাজ্য দফতরে গিয়ে সুব্রত বক্সিকে বলে এসেছি, ওঁকে তাড়িয়ে রাজ্য দফতরে নিয়ে যাব। হেরে যাওয়ার পর এক দিনও যোগাযোগ করেনি। অথচ বলে বেড়াচ্ছে আমি নাকি রেজাউল করিমকে ভাঙড়ে ঢুকতে দিচ্ছি না। সব মিথ্যে।’ এদিকে রেজাউল আরাবুলের এই দ্বন্দ্বের ভাঙড়ে দু’ভাগে বিভক্ত দল। তবে দলীয় নেতৃত্বের বড় অংশ আরাবুলকে ভর্ৎসনা করেছে।

আরও পড়ুন:দিলীপকে ‘পাগল’, ‘মাথামোটা’ বলে তীব্র কটাক্ষ করলেন সৌগত

এ প্রসঙ্গে ভাঙড় ২ নম্বর ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি আবদুর রহমান বলেন, ‘সব কিছুর একটা সীমা রয়েছে। আরাবুল সেটা অতিক্রম করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করা প্রার্থীকে নিয়ে নোংরা মন্তব্য করছেন। এত অভিযোগ রয়েছে যে দলীয় কর্মীদের কাছেই নিজের গুরুত্ব হারিয়েছেন উনি। ওঁর এই মন্তব্যের সঙ্গে একেবারেই একমত নয় দল। দলের উচ্চস্তরের নেতাদের বিষয়টি জানিয়েছি। আশাকরি তাঁরা শীঘ্রই ব্যবস্থা নেবেন।’ আশাপাশে আরাবুলের বিরুদ্ধে ক্ষোভ উগরে রেজাউল বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঁচ বছরের জন্য ভাঙড়ে পাঠিয়েছেন। তাঁর কথা মতো কাজ করছি। আরাবুল কী বললেন, তাতে আমার কিছু যায় আসে না। আমার কাছে ওঁর কথার কোনও গুরুত্ব নেই। তৃণমূল সুপ্রিমো যেমন নির্দেশ দেবেন, সেইমতো কাজ করব।’

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version