Sunday, August 24, 2025

লালগ্রহে এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে বেরাচ্ছে চিনা রোভার, ঝুরং। শুধু তাই নয়, ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে চলছে গ্রহের পর্যবেক্ষণের কাজও। সম্প্রতি চিনের পাঠানো মঙ্গলযান , ঝুরং-এর এমনই ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে স্পষ্টতই দেখা গিয়েছে, রোভারের সোলার প্যানেলের দু’দিক থেকে বেরিয়েছে পাখির ডানার মতো দু’টি অংশ। এছাড়াও ওই সোলার প্যানেলের উপরে লাগানো রয়েছে একটি অত্যাধুনিক ক্যামেরা। সেই ক্যামেরার দু’টি লেন্স, দুটো চোখের মতো কাজ করছে। যা দিয়ে সর্বক্ষণ লালগ্রহের উপর নজরদারি চালাচ্ছে এই রোভারটি।
মে মাসের প্রথম দিকে মঙ্গলগ্রহের মাটিতে সফলভাবে অবতরণ করেছিল এই চিনা মঙ্গলযানটি। চিনা অগ্নি দেবতা, ঝুরং-এর নাম অনুসারে এই মঙ্গলযানের নাম রাখা হয়েছে। ২৪০ কিলোগ্রাম ওজনের সোলার পাওয়ার বা সৌরশক্তি সম্পন্ন ছ’চাকা যুক্ত চিনের মার্স রোভার ঝুরং প্রায় তিনমাস মঙ্গলগ্রহের বুকে থেকে পর্যবেক্ষণ চালাবে বলে ইতিমধ্যে জানানো হয়েছে। লালগ্রহের পৃষ্ঠদেশের বিভিন্ন অংশের ছবিও তুলবে এই রোভার। এছাড়াও সেখানকার মাটি ও পাথর সংগ্রহ করে আনবে। রোভারের পাঠানো লালগ্রহের ভূপৃষ্ঠের বিভিন্ন তথ্য অনুসন্ধান করে বিভিন্ন পরীক্ষা নীরিক্ষাকরবেন বিজ্ঞানীরা। লালগ্রহে বিশেষত জল এবং প্রাণের সন্ধান করতেই সেখানে চিন এই মঙ্গলযানটি পাঠিয়েছে বলে জানা গেছে। চিনের জাতীয় স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ইতিমধ্যেই রোভারের পাঠানো বেশ কিছু ছবি প্রকাশ করেছে। সেখানে লালগ্রহের লালচে পৃষ্ঠদেশের উপর রোভারের চাকার দাগ স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই ঘটনাকে চিনের তরফে মঙ্গলগ্রহের বুকে চিনের পদচিহ্ন বলে উল্লেখ করা হয়েছে।ইতিমধ্যেই সেখানে চিনের একটি বিশাল পতাকাও রাখা হয়েছে।

 

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version