যথেষ্ট আর্থিক সামর্থ্য থাকলে নিজের জীবনযাত্রার উন্নতি নয়, মানুষকে সাহায্য করুন, বললেন সোনু

সোনু সুদ (ফাইল ছবি)

মানবিকতা দিয়ে বারবার মানুষের মন জয় করা শেখাচ্ছেন ‘দেবদূত’ সোনু সুদ। বলিউডের সিনেমাতে খলনায়কের চরিত্রেই তাঁকে বেশি দেখা গিয়েছে বরাবর। কিন্তু গতবছর করোনা-লকডাউন শুরু হওয়ার পর থেকে বাস্তবের রিয়েল ‘হিরো’ তিনিই তা বুঝতে বাকি নেই দেশবাসীর। সাধরণ মানুষের চোখে তিনি এখন ‘মসিহা’। তিনি বারবার নিজের কাজ দিয়ে বুঝিয়েছেন জীবনে শুধু টাকা উপার্জন করা শেষ কথা নয়, মানবিক-ও হতে হয়।

আরও পড়ুন-সিরিয়ার হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা, স্বাস্থ্যকর্মী সহ নিহত ১৩ জন

শনিবার সোনু নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেন। লেখেন, জীবনে যদি আপনার অর্থাভাব না থাকে, যথেষ্ট আর্থিক সামর্থ্য থাকে, তাহলে তা আশীর্বাদ। সেটা নিয়ে শুধুমাত্র নিজের জীবনযাত্রার উন্নতি করার চেষ্টা করবেন না। মানুষকে তা দিয়ে সাহায্য করার চেষ্টা করুন।

 

 

 

গতবছর করোনা অতিমারি শুরু হওয়ার পর থেকে মানুষকে সাহায্য করে একের পর এক নজির গড়ছেন সোনু সুদ। কখনও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়েছেন। কখনও আবার অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিয়েছেন। অনাথ শিশুদের শিক্ষার ব্যবস্থা থেকে শুরু করে হাসপাতালে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা। এছাড়াও জনসাধারণকে করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য অনুপ্রাণিত করতে উদ্যোগ নিয়েছে সোনুর সংস্থা।