Monday, August 25, 2025

ভোজনরসিক বাঙালির (foodie Bengali)জন্য সুখবর। জামাইষষ্ঠীর (jamai sasthi) আগেই বাজার ছেয়ে যাবে ইলিশে। ইলিশ (to collect hilsa) আনতে আগামিকাল, সোমবারই দিঘা মোহনা, শঙ্করপুর ও পেটুয়াঘাট মৎস্য বন্দর থেকে সমুদ্রে পাড়ি দিচ্ছে বেশ কয়েকটি ট্রলার।

দু – একদিনের মধ্যেই মাছ নিয়ে ফিরে আসবে ট্রলারগুলি। শনিবার এ নিয়ে মৎস্যমন্ত্রী অখিল গিরির (minister Akhil Giri) নেতৃত্বে একটি বৈঠক বসে। বৈঠকে ছিলেন দিঘা মোহনা ফিসারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশন, মৎস্য দফতর এবং ট্রলার মালিকরা। বৈঠক মৎস্যমন্ত্রী ছাড়াও ছিলেন সহ-মৎস্য অধিকর্তা সুরজিৎ বাগ, সংগঠনের সভাপতি প্রণব কর, সম্পাদক শ্যামসুন্দর দাস ও অন্যান্যরা। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে কোভিড বিধি মেনে মৎস্যজীবীরা কাজ করবেন। প্রতিদিন কাজের পরে স্যানিটাইজ করা হবে মৎস্যজীবীদের। সাম্প্রতিক সুপার সাইক্লোনে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা নিয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে। জানা গিয়েছে, মৎস্য দফতরের নির্দেশ অনুযায়ী, ফিশিংয়ের ব্র্যান্ড পিরিয়ড শেষ হচ্ছে আগামী ১৪ জুন। তাই ১৪ তারিখেই এই ট্রলারগুলি সমুদ্রে পাড়ি দেবে ইলিশের খোঁজে।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version