Tuesday, December 23, 2025

অকালে প্রয়াত ভাঙড়ে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী

Date:

Share post:

অকালে প্রয়াত হলেন ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী (sarmistha chaudhuri)। বয়স হয়েছিল মাত্র ৪৭ বছর। দীর্ঘদিন ইন্টেস্টাইনের সমস্যায় ভুগছিলেন সিপিআই (এমএল​) রেড স্টারের এই নেত্রী। মাসখানেক আগে শর্মিষ্ঠা কোভিডে আক্রান্ত হন। সেরে উঠলেও শারীরিক নানা জটিলতা তৈরি হয়। শনিবার রাতে অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রবিবার দুপুরে সেখানেই প্রয়াত হন শর্মিষ্ঠা। ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন শর্মিষ্ঠা। আন্দোলন করার জন্য তিনি গ্রেফতার হন। বেশ কিছুদিন জেলে থাকতে হয় তাঁকে। তাঁর স্বামী অলীক চক্রবর্তীও এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন। তাঁদের আন্দোলনের চাপে সেই সময় পিছু হঠে প্রশাসন।

লেডি ব্রেবোর্ণ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ছাত্রী ছিলেন শর্মিষ্ঠা। সাংবাদিকতায় স্নাতকোত্তরের পর কয়েক বছর একটি ইংরাজি সংবাদপত্রে চাকরিও করেন। এরপর চাকরি ছেড়ে সংগঠনের পূর্ণ সময়ের কর্মী হয়েছিলেন তিনি। শর্মিষ্ঠার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিপিআই এমলএল-এর রাজ্য কমিটির সম্পাদক সুবোধ মিত্র। নেটমাধ্যমে লিখেছেন, ‘এইমাত্র খবর পাওয়া গেল যে, সিপিআই(এম-এল) রেডস্টারের কেন্দ্রীয় কমিটির সদস্যা ও বিশিষ্ট কমিউনিস্ট বিপ্লবী নেত্রী কমঃ শর্মিষ্ঠা চৌধুরী আামাদের মধ্যে আর নেই। এই যন্ত্রণাদায়ক খবর কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমরা হারালাম একজন বিরল প্রতিভার অধিকারী সংগ্রামী সাথীকে। এই মৃত্যু পাহাড়ের থেকেও ভারী।

আরও পড়ুন- রেজাউলকে ঝাঁটা মেরে বের করে দেওয়ার হুমকি আরাবুলের

spot_img

Related articles

ট্রেনের শৌচাগারের পাশে বসে সফর! ওডিশার কুস্তিগীরদের করুণ অবস্থা

ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে ক্রীড়াবিদদের করুণ অবস্থা। জাতীয় স্তরের কুস্তি প্রতিযোগিতায় অংশ নেওয়া ওডিশার খেলোড়ায়দের (Odisha Wrestlers) করুণ...

হাঁসখালিতে নাবালিকার গণধর্ষণ-খুনে ৩ দোষীর আমৃত্যু কারাদণ্ড, বাকি ৬জনকেও শাস্তি

নদিয়ার (Nadia) হাঁসখালিতে (Hanskhali) নাবালিকার গণধর্ষণ-খুনে ৩ তিন দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল রানাঘাট মহকুমা আদালত (Ranaghat Sub-divisional...

বাংলাদেশের ঘটনার আঁচ দিল্লিতে, প্রতিবেশী রাষ্ট্রের বর্বরতার প্রতিবাদ কলকাতাতেও

বাংলাদেশের (Bangladesh) হিন্দু যুবক খুনের ঘটনার আঁচ এবার দিল্লিতে। মঙ্গলের সকালে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন অফিসের (Bangladesh High...

বড়দিন পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা বাংলায়, পঁচিশে ডিসেম্বরের পর আরও নামবে পারদ!

শীতকালীন উৎসবের মরশুমে কনকনে ঠান্ডার আমেজ উপভোগ করছে গোটা রাজ্য। তবে সকালের দিকের ঘন কুয়াশার (Deep Fog) কারণে...