Tuesday, December 16, 2025

শুভেন্দুর রাজভবন-যাত্রায় অনুপস্থিত ২৩ বিজেপি বিধায়ক, জল্পনা বাড়ছে গেরুয়া শিবিরে

Date:

Share post:

মুকুল রায়ের দলত্যাগের পর পশ্চিমবঙ্গে বিজেপির (bjp) বিধায়ক সংখ্যা এখন ৭৪। কিন্তু সোমবার রাজভবনে (rajbhavan) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বহুচর্চিত কর্মসূচিতে গরহাজির (skipped) ২৩ জন বিজেপি বিধায়কই। শুধু রাজভবন অভিযানই নয়, তার আগে বিধানসভার বৈঠকেও অনুপস্থিত ২৩ বিধায়ক। ফলে একদিকে যেমন মুকুল পরবর্তী পর্বে দলবদলের জল্পনা তীব্র হচ্ছে, অন্যদিকে শুভেন্দুর নেতৃত্বে দলীয় বিধায়কদের একাংশের অনাস্থা ও অসন্তোষের চিত্র ঢাকতে পারছে না বিজেপি। এদিন শুভেন্দুর নেতৃত্বে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে অভিযোগ জানাতে যাঁরা গেলেন না প্রশ্ন উঠছে, তাঁরা কি তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকে আছেন?

 

সোমবার বিকেল চারটে নাগাদ রাজভবনে আসেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিল বিজেপির একটি প্রতিনিধিদল। রাজভবনের বারান্দায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক হয়। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ জানিয়ে নালিশ করেন বিজেপির প্রতিনিধিরা। সবমিলিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন ৫১ জন বিজেপি বিধায়ক। অনুপস্থিত ছিলেন ২৩ জন। তার আগে বিধানসভায় বৈঠকেও ওই ২৩ জন বিধায়ক অনুপস্থিত ছিলেন। স্বভাবতই অস্বস্তি চাপা দিতে পারছে না গেরুয়া শিবির। বিজেপি ছেড়ে মুকুল রায় তৃণমূলে ফিরে যাওয়ার পরে গেরুয়া শিবিরের অন্দরে ভাঙনের চোরাস্রোত বইছে। কয়েকজন বিধায়ক ইতিমধ্যে বেসুরো গাইতে শুরু করেছেন। কয়েকজন মুকুল-ঘনিষ্ঠও তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছেন। শোনা যাচ্ছে, বিজেপি বিধায়কদের ভাঙাতে মুকুলও নাকি যথেষ্ট তৎপর। রাজ্যপালের সঙ্গে বৈঠকে ২৩ জন বিধায়ক অনুপস্থিত থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি বিজেপির ঘরে আরও ভাঙন ধরতে চলেছে? অন্তত এদিনের চিত্র সেই আশঙ্কাকেই বেআব্রু করে দিল।

 

spot_img

Related articles

মঙ্গলের ভোরে যমুনা এক্সপ্রেসওয়েতে একের পর এক বাস-গাড়ির সংঘর্ষ, মৃত অন্তত ৪

মঙ্গলবার ভোরে উত্তরপ্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। সকালের আলো ভালো করে ফোটার আগেই রাত ভোর ৪টে নাগাদ...

থ্রিলারের মুখোশে সমাজের অস্বস্তিকর আয়না দেখাল আতিউল ইসলামের ‘দানব’

বদলে গেছে বাংলা ছবির খোলনলচে। চিরাচরিত রোম্যান্টিক ফ্রেমের বাইরে দাঁড়িয়ে কঠিন সত্যিকে সাহসী পদক্ষেপে সকলের সামনে তুলে ধরার...

রক্তাক্ত ভূস্বর্গে জঙ্গি-নিরাপত্তা বাহিনীর লড়াই, শহিদ ১ পুলিশকর্মী

ফের রক্তাক্ত জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir Terrorist activity)। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে এক পুলিশ কর্মী মৃত্যুর...

খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের, দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা 

মঙ্গলের সকালে প্রকাশিত হল বঙ্গে এসআইআরের খসড়া ভোটার তালিকা। কমিশনের দুই ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ এ ক্লিক করলে...