কলকাতা থেকে আরএমডি সরানোর চক্রান্ত করছে কেন্দ্র: বিরোধিতায় সরব ঋতব্রত

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের ‘র মেটেরিয়াল ডিভিশন’কে কলকাতা থেকে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। এতে চরম অনিশ্চয়তার মধ্যে পড়বে রাজ্যের তিনটি ভারী শিল্প কারখানা। সোমবার, সাংবাদিক বৈঠকে এই আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Benarjee)। তিনি বলেন, রাজ্যে ইস্পাত শিল্পে কাঁচামালের প্রয়োজনের জন্যেই এই আরএমডি (Rmd) স্থাপন করা হয়েছিল। এই ইউনিট থেকে কোটি কোটি টাকা মুনাফা করেছে সেইল। কিন্তু এখন কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে এই ইউনিটঠিকে কলকাতা থেকে বোকারো বা রাউরকেল্লা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে ইতিমধ্যেই কলকাতায় আরএমডির অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন আইএনটিটিইউসি (Inttuc) সদস্যরা।

 

ঋতব্রত বলেন, এই অফিসে দেড়শো জন আধিকারিক এবং 80 জনের উপর কর্মী রয়েছেন। রয়েছেন বহু ঠিকা শ্রমিক। এই ইউনিট অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেলে তাঁদের কাজ হারানোর ভয় রয়েছে। একইসঙ্গে রাজ্যে দুর্গাপুর, আসানসোল, বার্নপুরে যেসব কারখানা রয়েছে তারাও কাঁচামালের অভাবে পড়বে। বাজার থেকে বেশি দামে যদি কাঁচামাল তাদের কিনতে হয়, তাহলে মুখ থুবড়ে পড়বে কারখানাগুলি। এই পরিস্থিতিতে শ্রমিকরাও অনিশ্চয়তার মধ্যে পড়বেন। কেন্দ্রের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সরব হয়েছেন ঋতব্রত। তিনি জানান, এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে তাঁরা আবেদন করবেন।

Previous articleশুভেন্দুর রাজভবন-যাত্রায় অনুপস্থিত ২৩ বিজেপি বিধায়ক, জল্পনা বাড়ছে গেরুয়া শিবিরে
Next articleমঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিপর্যস্ত পোস্তা ব্রিজ ভাঙার কাজ, দুমাস আংশিক বন্ধ ব্যস্ত রাস্তা