মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিপর্যস্ত পোস্তা ব্রিজ ভাঙার কাজ, দুমাস আংশিক বন্ধ ব্যস্ত রাস্তা

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিপর্যস্ত পোস্তা ব্রিজের নির্মীয়মান অংশ ভাঙার কাজ। লালবাজার (Lalbazar) সূত্রে জানানো হয়েছে, ফ্লাইওভার ভাঙার কাজের জন্য স্ট্র্যান্ড রোডের একাংশ সোমবার রাত ১১ টা থেকে ১৫ অগাস্ট ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।

চারটি ধাপে সেতু ভাঙা হবে। সেই কারণে ওই অঞ্চলের অধিকাংশ দোকানিকে অন্যত্র সরাতে হবে না। তবে দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

কেএমডিএ (Kmda) সূত্রে খবর, দূষণ এড়াতে চারপাশ ঘিরে দিয়ে উন্নতমানের যন্ত্র ব্যবহার করে সেতুটি ভাঙা হবে। প্রথম ধাপে ৪৫ দিনে ফ্লাইওভারের একটা অংশ ভাঙা হবে। সেই কাজ শেষ হলে পরবর্তী ধাপ কীভাবে ভাঙা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেতু ভাঙার জন্য আনুমানিক ১৫ কোটি টাকা খরচ হবে। সেতুটি ভাঙতে মোট ৪ মাস সময় লাগবে।

পোস্তা উড়ালপুল ভাঙার দায়িত্ব পেয়েছে রাইটস। তবে পিলার ভাঙার সিদ্ধান্ত এখনও হয়নি।পোস্তাবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে কেএমডিএ। সেতু ভাঙার কাজে তারা পূর্ণ সহায়তা করবে বলে অ্যাসোসিয়েশনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।

 

Previous articleকলকাতা থেকে আরএমডি সরানোর চক্রান্ত করছে কেন্দ্র: বিরোধিতায় সরব ঋতব্রত
Next articleসোমবার মাঝরাতেই রুপোলি শস্যের টানে সাগরে ভাসবে কয়েক হাজার ট্রলার