সাপুরজি এনকাউন্টার: ভাঙড় ও বসিরহাটের নিষিদ্ধপল্লি থেকে গ্রেফতার পাঞ্জাবের ৪ ব্যক্তি

নিউটাউনের সাপুরজি আবাসনে এনকাউন্টারে(encounter) মৃত্যু হয় পাঞ্জাবের দুই দুষ্কৃতীর। সেই ঘটনার তদন্তে নেমে সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে ভাঙড়ের কাশিপুর থানার(kahipur police station) পুলিশ। এদের মধ্যে ৩ জনকে কাশিপুর থানার চিনা পুকুর(China pukur) থেকে এবং অপর ব্যক্তিকে বসিরহাট এলাকার একটি নিষিদ্ধ পল্লি থেকে গ্রেফতার করা হয়। ধৃতরা প্রত্যেকেই পাঞ্জাবের বাসিন্দা। এদের সঙ্গে নিউ টাউন এর এনকাউন্টার কান্ডের যোগ থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার চিনা পুকুর এলাকা থেকে যে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন আমনদীপ সিং, রেশমজিৎ সিং এবং জ্যাক সিং শর্মা। পাশাপাশি, বসিরহাটের যৌনপল্লী থেকে গ্রেফতার করা হয় চামকাউর সিংকে। ধৃতদের ভাঙড় থানায় এনে বারুইপুর জেলা পুলিশ এবং স্পেশাল টাস্কফোর্স-এর কর্তারা জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গিয়েছে। পুলিশের দাবি অনুযায়ী, চামকাউর বছর সাতেক আগে নিজেকে দাউদ মোল্লা নামে পরিচয় দিয়ে চিনা পুকুর গ্রামে থাকতে শুরু করে। এখানে এসে এলাকারই বাসিন্দা রাবিয়া বিবিকে বিয়েও করেছিল দাউদ। তাদের দুই শিশু সন্তান রয়েছে। কয়েক মাস আগে ‘দাউদের আত্মীয়’ পরিচয় দিয়ে আমনদীপ এবং রেশমজিৎ ওই গ্রামে এসে থাকতে শুরু করে।

Previous articleসোমবার মাঝরাতেই রুপোলি শস্যের টানে সাগরে ভাসবে কয়েক হাজার ট্রলার
Next articleখানাকুলে তৃণমূলকর্মীকে ব্যাপক মারধরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে