Monday, August 25, 2025

করোনায় বেহাল ব্যবসা, তাই বর্ষায় পর্যটকদের জন্য নজর মিনার খোলা রাখার আবেদন

Date:

করোনার দ্বিতীয় ঢেউ ( second wave of coronavirus) ঢেউ থেকে বাঁচতে কড়া বিধিনিষেধের জন্য কার্যত মুখ থুবড়ে পড়েছে উত্তরবঙ্গের পর্যটন ব্যাবসা (tourism business of North Bengal)। স্বাভাবিক ভাবেই চিন্তায় পড়েছেন রিসোর্ট মালিকেরা (resort owner)। আর এরই মধ্যে বর্ষা এসে যাওয়ায় আগামী ১৬ জুন থেকে প্রতি বছরের মত তিন মাসের জন্য সমস্ত জঙ্গল বন্ধ হয়ে যাবে। ফলে আর পর্যটক আসবে না। দীর্ঘদিন ধরে জঙ্গল বন্ধ থাকার জন্য সমস্যায় পড়েছে জিপসি চালক সহ রিসোর্ট মালিকেরা। মূলত গরুমারা ও চাপরামরি জঙ্গলকে কেন্দ্র করে মূর্তি, ধুপঝোরা, চালসা, বাতাবাড়ি, মঙ্গলবাড়ি, মাথাচুলকা এলাকার পর্যটন ব্যাবসা চলে। টানা এই জঙ্গল বন্ধের জেরে ওই সমস্ত এলাকার অর্থনৈতিক অবস্থার আরো অবনতি হবে।এই পরিস্থিতিতে বর্ষার তিন মাস চাপরামরি ও গরুমারা মেদলা নজর মিনার (watchtower) পর্যটকদের জন্য খোলা রাখার আবেদন জানানো হলো। সোমবার রিসোর্ট মালিকদের সংগঠন গরুমারা টুরিজম ওয়েলফেয়ার এসোসিয়েসন ও মূর্তি জিপসি ওনার্স এসোসিয়েসনের তরফে গরুমারা নর্থ ও সাউথ রেঞ্জের রেঞ্জারকে ওই আবেদনের ভিত্তিতে লিখিত স্মারকলিপি দেওয়া হয়। সংগঠন সূত্রে খবর, চাপরামরি ও মেদলা নজরমিনার দুটো মূল জঙ্গল থেকে অনেকেটাই বাইরে।তাছাড়া গত বছর বর্ষায় চাপরামরি নজরমিনার খোলা ছিল। এবছরও যাতে সেগুলো খোলা রাখা হয় সেই বিষয়ে এদিন দুই রেঞ্জারের মাধ্যমে ডি এফ ও কে স্মারকলিপি পাঠানো হয়। গরুমারা নর্থ এর রেঞ্জার সরোদমনি ছেত্রী বলেন, দাবিপত্র পেয়েছি।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।এদিনের এই স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন রিসোর্ট এসোসিয়েসনের সম্পাদক দেবকমল মিশ্র, সভাপতি তজমল হক, সহ সম্পাদক শেখ জিয়াউর রহমান, জিপসি এসোসিয়েসনের সম্পাদক সামিন আহমেদ ফেরদৌস, পরিচালক মজিদুল আলম প্রমুখ।

 

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...
Exit mobile version