সম্ভবত আজই জানিয়ে দেওয়া হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি

করোনা জেরে ( corona pandemic) এ বছর যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা (madhyamik and HS exam) হচ্ছে না, গত সোমবার, ৭ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief minister Mamata Banerjee) তা ঘোষণা করে দিয়েছেন। যদিও সেই সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন, পরীক্ষা না হলেও পড়ুয়াদের মূল্যায়ন কী ভাবে হবে, তা জানিয়ে দেওয়া হবে আগামী সাত দিনের মধ্যে। সেই অনুযায়ী আজ, সোমবার মূল্যায়নের পদ্ধতি ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। শিক্ষা দফতর সূত্রে খবর, উচ্চ মাধ্যমিকের ফলের ক্ষেত্রে মাধ্যমিকের নম্বরও বিবেচনা করা হবে বলে মনে করা হচ্ছে। এবং মাধ্যমিকের ক্ষেত্রে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের সঙ্গে পড়ুয়ার দশম শ্রেণির অন্তর্বর্তী মূল্যায়নে পাওয়া নম্বরকে নিয়ে চূড়ান্ত ফল তৈরির কথা ভাবা হয়েছে।

উচ্চ মাধ্যমিক নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্কুলশিক্ষা দফতরে যে-প্রস্তাব জমা দিয়েছে, তাতে পড়ুয়ার মাধ্যমিকে পাওয়া নম্বরকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে জানানো হয়েছে। সে-ক্ষেত্রে পড়ুয়ার দ্বাদশ শ্রেণির ৩০ নম্বরের প্র‌্যাক্টিক্যাল এবং লিখিত বিষয়গুলির ২০ নম্বরের সঙ্গে মাধ্যমিকে পাওয়া নম্বরের উপর ভিত্তি করে চূড়ান্ত মূল্যায়ন করা হতে পারে।

Previous articleফেসবুকে তৃণমূলের নামে ফেক অ্যাকাউন্ট খুলে কুরুচিকর পোস্ট, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Next article৩৯ স্ত্রী ও ৯৪ সন্তান, প্রয়াত বিশ্বের বৃহত্তম পরিবারের জনক