Thursday, August 21, 2025

দলত্যাগীদের ‘চর্বি ঝড়া’র সঙ্গে তুলনা করলেন দিলীপ ঘোষ, পাল্টা দিলেন কুণালও

Date:

Share post:

গত শুক্রবারই বিজেপির সর্ভারতীয় সহ সভাপতি মুকুল রায় নিজের পুরনো দলে যোগদান করেছেন। এরপর বেশ কিছু বিজেপি নেতারও তৃণমূলে ফেরার জল্পনা চলছে। এবার সেই দলত্যাগীদের কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, “বেশি চর্বি জমে গেলে দেখতে ভাল লাগে না। চর্বি ঝরছে এটা ভালো।” এর পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। বলেছেন, “এখন নিজের মুখ পুড়েছে। দিলীপবাবু দক্ষ আরএসএ-এর নেতা, তবে রাজনীতিতে উনি ট্রেনি।”

রাজ্যে বিধানসভা ভোটের আগের বহু নেতা-নেত্রীরা দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। অনেকেই বিজেপিতে গিয়েছিলেন টিকিটের আশায়। কিন্তু বিজেপি তাঁদের টিকিট দেয়নি। অনেকে আবার টিকিট পেয়েও জিততে পারেননি। এখন অনেক বিজেপি নেতারাই তৃণমূলে ফিরতে চাইছে বলে শোনা যাচ্ছে। বিজেপিতে ভাঙন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি বললেন, ‘বেশি চর্বি জমে গেলে দেখতে ভাল লাগে না। চর্বি ঝরছে এটা ভালো।”

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, দিলীপবাবুর এসব বিলম্বিত বোধদয়। ভোটের আগে আমরা বারবার বলেছি, যাঁরা যাচ্ছেন তাঁরা বিজেপিকে ব্যবহার করতে যাচ্ছেন। কোনও আদর্শগত ব্যাপার নেই, ভালোবেসে যাচ্ছে না। কেউ যাচ্ছেন সিবিআইয়ের ভয়ে, কেউ আবার যাচ্ছেন ব্যক্তিগত ধান্দায়। তখন দিলীপবাবুরা আমাদের উড়িয়ে দিয়েছিলেন। সেদিন দিলীপবাবুর মনে ছিল না! তিনি নতুন কোনও কথা বলছেন না। এখন নিজের মুখ পুড়েছে। এখন ওনার এইসব কথা শুনলে লোকে হাসছে। সমস্যা হল, দিলীপবাবু দক্ষ আরএসএ-এর নেতা, তবে রাজনীতিতে উনি ট্রেনি। ফলে ওনার ট্রেনিং পিরিয়ডটা কমপ্লিট হয়নি। সেই জন্যই এই সমস্যা।”

আরও পড়ুন-চিরাগে ক্ষুব্ধ পাঁচ এলজেপি সাংসদ দল ছাড়ার পথে

বিজেপিতে ভাঙন প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, “ভোটের আগে বিজেপিতে ১০০ জন বিধায়ক আসবে বলে গুজব ছড়িয়েছিল। এবার বিজেপি ছেড়ে ৩৫ জন বেরিয়ে যাচ্ছে বলেও গুজব রটেছে।” এর আগে মুকুল রায়ের দলত্যাগ প্রসঙ্গে কটাক্ষ করেছিলেন দিলীপ। বলেছিলেন, মুকুল রায় তৃণমূল ছেড়ে এলে যদি তৃণমূলের ক্ষতি না হয়, তাহলে বিজেপি ছেড়ে গেলে বিজেপির কেন ক্ষতি হবে। দিলীপ আরও জানিয়েছিলেন, “বিজেপিতে থাকতে গেলে স্যাক্রিফাইস করতে হবে। ধান্দাবাজরা বিজেপিতে থাকতে পারবেন না। থাকতে দেব না।”

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...