Saturday, January 17, 2026

দলত্যাগীদের ‘চর্বি ঝড়া’র সঙ্গে তুলনা করলেন দিলীপ ঘোষ, পাল্টা দিলেন কুণালও

Date:

Share post:

গত শুক্রবারই বিজেপির সর্ভারতীয় সহ সভাপতি মুকুল রায় নিজের পুরনো দলে যোগদান করেছেন। এরপর বেশ কিছু বিজেপি নেতারও তৃণমূলে ফেরার জল্পনা চলছে। এবার সেই দলত্যাগীদের কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, “বেশি চর্বি জমে গেলে দেখতে ভাল লাগে না। চর্বি ঝরছে এটা ভালো।” এর পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। বলেছেন, “এখন নিজের মুখ পুড়েছে। দিলীপবাবু দক্ষ আরএসএ-এর নেতা, তবে রাজনীতিতে উনি ট্রেনি।”

রাজ্যে বিধানসভা ভোটের আগের বহু নেতা-নেত্রীরা দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। অনেকেই বিজেপিতে গিয়েছিলেন টিকিটের আশায়। কিন্তু বিজেপি তাঁদের টিকিট দেয়নি। অনেকে আবার টিকিট পেয়েও জিততে পারেননি। এখন অনেক বিজেপি নেতারাই তৃণমূলে ফিরতে চাইছে বলে শোনা যাচ্ছে। বিজেপিতে ভাঙন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি বললেন, ‘বেশি চর্বি জমে গেলে দেখতে ভাল লাগে না। চর্বি ঝরছে এটা ভালো।”

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, দিলীপবাবুর এসব বিলম্বিত বোধদয়। ভোটের আগে আমরা বারবার বলেছি, যাঁরা যাচ্ছেন তাঁরা বিজেপিকে ব্যবহার করতে যাচ্ছেন। কোনও আদর্শগত ব্যাপার নেই, ভালোবেসে যাচ্ছে না। কেউ যাচ্ছেন সিবিআইয়ের ভয়ে, কেউ আবার যাচ্ছেন ব্যক্তিগত ধান্দায়। তখন দিলীপবাবুরা আমাদের উড়িয়ে দিয়েছিলেন। সেদিন দিলীপবাবুর মনে ছিল না! তিনি নতুন কোনও কথা বলছেন না। এখন নিজের মুখ পুড়েছে। এখন ওনার এইসব কথা শুনলে লোকে হাসছে। সমস্যা হল, দিলীপবাবু দক্ষ আরএসএ-এর নেতা, তবে রাজনীতিতে উনি ট্রেনি। ফলে ওনার ট্রেনিং পিরিয়ডটা কমপ্লিট হয়নি। সেই জন্যই এই সমস্যা।”

আরও পড়ুন-চিরাগে ক্ষুব্ধ পাঁচ এলজেপি সাংসদ দল ছাড়ার পথে

বিজেপিতে ভাঙন প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, “ভোটের আগে বিজেপিতে ১০০ জন বিধায়ক আসবে বলে গুজব ছড়িয়েছিল। এবার বিজেপি ছেড়ে ৩৫ জন বেরিয়ে যাচ্ছে বলেও গুজব রটেছে।” এর আগে মুকুল রায়ের দলত্যাগ প্রসঙ্গে কটাক্ষ করেছিলেন দিলীপ। বলেছিলেন, মুকুল রায় তৃণমূল ছেড়ে এলে যদি তৃণমূলের ক্ষতি না হয়, তাহলে বিজেপি ছেড়ে গেলে বিজেপির কেন ক্ষতি হবে। দিলীপ আরও জানিয়েছিলেন, “বিজেপিতে থাকতে গেলে স্যাক্রিফাইস করতে হবে। ধান্দাবাজরা বিজেপিতে থাকতে পারবেন না। থাকতে দেব না।”

spot_img

Related articles

বিচার পেতে উত্তর থেকে কলকাতা আর নয়: শনিতে মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন সার্কিট বেঞ্চের

ভারতীয় রেলের পরিষেবা যে আর সাধারণ মানুষের নাগালের মধ্যে বিজেপি জমানায় থাকবে না, তার অন্যতম উদাহরণ বন্দে ভারত...

অ্যাকাডেমির মক্কা দর্শন থেকে টলিউড পরিচালকরা: অকপট ‘নাটককার’ ব্রাত্য

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার আলোড়ন ফেলা গুরুত্বপূর্ণ কিছু নাটক তাঁর হাত থেকেই উঠে এসেছে। রাজ্যের মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি...

রাজ্যের সিলিকন ভ্যালিতে জমি গ্রহণ ৪১ সংস্থার: ASSOCHAM-এ দাবি সচিব শুভাঞ্জনের

শিল্পের উপযুক্ত পরিকাঠামো তৈরি করে বাংলাকে শিল্পদ্যোগীদের গন্তব্যে পরিণত করার দিকে প্রতিদিন নতুন নতুন ধাপ ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

মোদির সফরের আগেই মালদহে SIR-মৃত্যু: শুনানি আতঙ্কে মৃত আরও ২

চলতি এসআইআর প্রক্রিয়া রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে অনেক বেশি আদিবাসী বা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে...