Thursday, December 4, 2025

আইন না জেনেই দলত্যাগ বিধি নিয়ে হুমকি শুভেন্দু’র, শিশির-ইস্যুতে কেন নীরব, উঠছে প্রশ্ন

Date:

Share post:

২৪ ঘন্টার মধ্যে মুকুল রায় বিধায়ক পদ না ছাড়লে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার জন্য বিধানসভার স্পিকারের কাছে আবেদন জানাবে বিজেপি৷

দলীয় বিধায়কদের এক প্রতিনিধি দল নিয়ে সোমবার রাজভবনে জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করার পরই বাজার গরম করা হুংকার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷ রাজনৈতিক মহলের বক্তব্য, আইন না জেনেই কথা বলছেন শুভেন্দু ৷ দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের সিদ্ধান্ত নিতে পারেন একমাত্র স্পিকার। কার বিরুদ্ধে এবং কবে তিনি পদক্ষেপ করবেন সবটাই স্পিকারের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। ফলে বিরোধী দলনেতার এ ধরনের হুমকি একেবারেই অর্থহীন৷

শুভেন্দুর এই বক্তব্যের প্রেক্ষিতে একইসঙ্গে প্রশ্ন উঠেছে, তৃণমূলের টিকিটে সাংসদ হওয়া শিশির অধিকারী এবং সুনীল মণ্ডলের ক্ষেত্রেও দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার জন্য শুভেন্দু সরব হচ্ছেন না কেন ? একই ইস্যুতে শুভেন্দু’র দু’ধরনের ভূমিকা পালন করার চেষ্টাকে ‘দ্বিচারিতা’ বা ‘ভণ্ডামি’ হিসাবেই চিহ্নিত করেছে রাজনৈতিক মহল৷

আরও পড়ুন:মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করার পর হয়ে সংবাদ মাধ্যমের সামনে সুর চড়ান ‘অনুপ্রাণিত’ শুভেন্দু। তিনি মুকুল রায়কে ২৪ ঘন্টা সময় দিয়েছেন বিধায়ক পদে ইস্তফা দেওয়ার জন্য৷ বিধায়ক পদ না ছাড়লে বিধানসভার স্পিকারের কাছে তিনি আবেদন জানাবেন
দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য৷ মুকুল রায়ের সঙ্গে বিজেপি বিধায়কদের যোগাযোগ করা নিয়ে রাজ্য রাজনীতিতে যে জল্পনা মাথাচাড়া দিয়েছে, সে প্রসঙ্গে শুভেন্দু বলেন, “কার সঙ্গে ওনার যোগাযোগ হয়েছে সেটা উনিই বলতে পারবেন।” ভোট পরবর্তী হিংসা নিয়েও এদিন ফের রুটিন কথা বলেছেন শুভেন্দু৷ এ রাজ্যে নারীসুরক্ষা বিপন্ন বলেও দাবি তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, ভোটের ফলপ্রকাশের পর থেকে এ রাজ্যে ৩ হাজারের বেশি মামলা হয়েছে। এর ৯০ শতাংশই ভুয়ো। এ বিষয়ে তিনি প্রয়োজনে শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন৷

spot_img

Related articles

অমানবিক! অভিযোগ অসুস্থ BLO-র স্ত্রীকে দিয়েই কাজ করাল কমিশন

নির্মমতার চূড়ান্ত নিদর্শন! শারীরিক প্রতিবন্ধকতার কথা জানিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে SIR-এর কাজ থেকে অব্যাহতি চেয়েছিলেন কিন্তু...

স্কুল পড়ুয়াদের নিরাপত্তায় নতুন কড়াকড়ি, কঠোর নিয়ম আনছে পরিবহন দফতর 

রাজ্যের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক পুলকার দুর্ঘটনায় উদ্বেগ বেড়েছে প্রশাসনের শীর্ষমহলে। এর পরেই স্কুলবাহি গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর...

‘চাকরি খেতে’ ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের যাওয়ার ভাবনা সিপিএম-বিজেপির! ধুয়ে দিলেন কুণাল

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) রায় খারিজ করে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখেছে কলকাতা হাই...

লক্ষ্য শ্রীলঙ্কা সিরিজ, পুলিশের চাকরিতে যোগ দিয়েই অনুশীলন শুরু রিচার

বিশ্বকাপজয়ের উদযাপন শেষ। বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করে দিলেন রিচা ঘোষ(Richa Ghosh)। বুধবারই রাজ্য পুলিশের ডিএসপি পদে যোগ...