সুন্দরবন থেকে আসবে বাঘ, তৈরি হবে মিনি হসপিটাল! চিড়িয়াখানা পরিদর্শনে গিয়ে ঘোষণা বনমন্ত্রীর

রাজ্যের বনমন্ত্রী হওয়ার পর এই প্রথম আলিপুর চিড়িয়াখানায় এলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। আজ, সোমবার সকালে চিড়িয়াখানা পরিদর্শনে এসে বড়সড় ঘোষণা করলেন বনমন্ত্রী। চিড়িয়াখানা ও বনদফতরের আধিকারিকদের পাশে দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, পশু-পাখিদের চিকিৎসায় এবার আলিপুর চিড়িয়াখানার ভিতরই তৈরি হবে মিনি হাসপাতাল। একইসঙ্গে সকলের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে আরও বেশকিছু ঘোষনা করেন তিনি। সুন্দরবন থেকে আরও রয়েল বেঙ্গল টাইগার আগামীদিনে নিয়ে আসা হবে বলেও জানান জ্যোতিপ্রিয় মল্লিক।

বনমন্ত্রীর কথায়, “পশু-পাখিদের কোনও শারীরিক সমস্যা হলে তাদের বাইরে নিয়ে যেতে হয়। সেই সমস্যা সমাধানের জন্যই এই মিনি হাসপাতাল তৈরির সিদ্ধান্ত বন দফতরের। যাতে প্রাথমিক চিকিৎসায় কোনও সমস্যা না হয়। কলকাতার আলিপুর চিড়িয়াখানার মতো শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনেও যাবেন বলে জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক।

Previous articleমাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?
Next articleআইন না জেনেই দলত্যাগ বিধি নিয়ে হুমকি শুভেন্দু’র, শিশির-ইস্যুতে কেন নীরব, উঠছে প্রশ্ন