Friday, December 19, 2025

আইন-শৃঙ্খলা নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের, পাল্টা তোপ কুণালের

Date:

Share post:

রাজ্য-রাজ্যপাল সংঘাতের পারদ ক্রমশই চড়ছে। সোমবার টুইট (Twitte) করার পরে মঙ্গলবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) চিঠি পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। অবশ্যই বিষয় নিয়ে আগেও তিনি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। সোমবারই দিল্লি যাচ্ছেন ধনকড়। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে তাঁর বৈঠক করার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গেও তাঁর দেখা হতে পারে বলে সূত্রের খবর।

রাজধানীতে যাওযার আগে দু পাতার চিঠিতে রাজ্যপাল অভিযোগ করেন, “নির্বাচন পরবর্তী হিংসা, রক্তপাত, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রাজ্যে। লাগাতার নারী নির্যাতন, বিরোধীদের সম্পত্তি ধ্বংস করা হচ্ছে”। অথচ গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী আশ্চর্যজনক ভাবে নীরব এবং নিষ্ক্রিয় বলে অভিযোগ রাজ্যপালের। বারবার দৃষ্টি আকর্ষণের পরেও এবিষয়ে মন্ত্রিসভায় একদিনও আলোচনা করা হয়নি। দুর্গতদের স্বার্থে কোনও পদক্ষেপ করা হয়নি বলে চিঠিতে লিখেছেন ধনকড়।

“এভাবে মানবাধিকার ও মর্যাদা লঙ্ঘন গণতন্ত্রের পক্ষে লজ্জার। আইন অনুযায়ী প্রশাসন ও পুলিশের পদক্ষেপ করা উচিত।” ভোট পরবর্তী হিংসা নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করার দাবি জানিয়েছেন রাজ্যপাল। এর আগেও ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার সরব হয়েছেন জগদীপ ধনকর কখনো নিজের টুইটার হ্যান্ডেলের কখনো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি।

আরও পড়ুন-সাঁইবাড়ি নিয়ে বিতর্কিত মন্তব্য বিকাশের, জোট ভাঙতে চেয়ে সোনিয়াকে চিঠি

তাঁর এই ধরনের মন্তব্যের জন্য ধনকড়কে বিজেপি নেতা তকমা দিয়েছে রাজ্যের শাসকদল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) রাজ্যপালের চিঠির প্রেক্ষিতে বলেন, আসলে বিজেপির হয়ে কাজ করছেন ধনকড়। বিজেপির পার্টি অফিস হয়ে উঠেছে রাজভবন। কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশ মতো ধরনের কাজ করে চলেছেন তিনি। অথচ যখন দিল্লি থেকে করোনার প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন রাজ্যে আসে না, তখন তা নিয়ে কোনও মন্তব্য করতে দেখা যায় না রাজ্যপালকে।

কুণাল বলেন, নির্বাচনের সময় রাজ্যে আইন-শৃঙ্খলার দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের হাতে। তখন বিজেপি নেতারা উস্কানিমূলক মন্তব্য করেছেন। কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে। তৃণমূল কর্মীরাও আক্রান্ত হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাশ হাতে নেওয়ার পর ওই ধরনের ঘটনা বন্ধ হয়েছে। কেউ আক্রান্ত হলে তালিকা দিন রাজ্যপাল- দাবি কুণালের।

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...