নারদ-মামলার শুনানি পিছিয়ে গেলো একমাস

হাই কোর্ট

কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে বৃহস্পতিবার বেশ কয়েকদিন পর নারদ মামলার শুনানি হলেও ফের মাসখানেক পিছিয়ে গেলো পরবর্তী শুনানি৷ এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৬ আগস্ট৷

◾এদিন হাইকোর্টে CBI-এর তরফে রাজ্য, মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর হলফনামার জবাবি- হলফনামা পেশ করা হয়েছে৷

◾CBI-এর পেশ করা এই হলফনামায় কিছু অতিরিক্ত অভিযোগ করা হয়েছে৷ তার উত্তর দেওয়ার অনুমতি চান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ৷

◾বৃহত্তর বেঞ্চের ধার্য করা ৫ হাজার টাকার জরিমানা রাজ্যের তরফে জমা করা হয়েছে বলে আদালতে জানান অ্যাডভোকেট জেনারেল৷

◾মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর তরফেও জরিমানার অর্থ জমা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রীর আইনজীবী রাকেশ দ্বিবেদি৷

◾এদিন নিজের হয়ে সওয়ালে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, “গত à§§à§­ মে নিজাম প্যালেসে গিয়েছিলাম একজন আইনজীবী হিসেবে”। এদিন কল্যাণ প্রশ্ন তোলেন, যে মামলা সিঙ্গল বেঞ্চের বিচার্য, সেই মামলা কীভাবে ডিভিশন বেঞ্চ গ্রহণ করতে পারে ? ১৯ মে রায়দানের সময় যখন দুই বিচারপতি ভিন্নমত পোষন করলেন, তখন নিয়ম অনুযায়ী এই মামলা তৃতীয় কোন বিচারপতির কাছে পাঠানো উচিত ছিলো৷ যারা ডিভিশন বেঞ্চে থাকেন সেই বিচারপতিদের কেউ তৃতীয় বেঞ্চে থাকতে পারেন না। মামলাকারীর নাম CBI হলেই কি যে কোনও মামলায় হস্তক্ষেপ করতে পারেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ?”

◾এর পরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৬ আগস্ট ৷