আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ( world test championship final )জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ভারতীয় দল( india team)। দলে জায়গা পেয়েছেন দুই উইকেটরক্ষক ঋষভ পন্থ ( rishav panth)এবং ঋদ্ধিমান সাহা( wriddhiman saha )।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দলে জায়গা পেয়েছেন মহম্মদ সিরাজ। এছাড়াও দলে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। ১৫ জনের এই দলে প্রত্যাশামতোই রয়েছেন পাঁচ জোরে বোলার ও দুই স্পিনার। যশপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, উমেশ যাদবের সঙ্গে জায়গা করে নিয়েছেন মহম্মদ সিরাজ। দলে সুযোগ পেলেন না শার্দূল ঠাকুর। সুযোগ পেলেন না ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল।

এক নজরে দেখে নেওয়া যাক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দল : বিরাট কোহলি ( অধিনায়ক ), অজিঙ্কে রাহানে( সহ অধিনায়ক ), রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পুজারা, হনুমা বিহারি, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, উমেশ যাদব, মহম্মদ সিরাজ।

#TeamIndia announce their 15-member squad for the #WTC21 Final
![]()
pic.twitter.com/ts9fK3j89t
— BCCI (@BCCI) June 15, 2021
আরও পড়ুন:ভালো আছেন ক্রিশ্চিয়ান এরিকসন, নিজেই জানালেন সেই কথা
