হাত বাড়ালেই বন্ধু! ইয়াস বিধ্বস্ত সুন্দরবনের মানুষের পাশে “মমতাপন্থী অধ্যাপক সমাজ”

একদিকে করোনা মহামারিতে সরকারি বিধি-নিষেধ, অন্যদিকে ইয়াস পরবর্তী সময়ে গৃহহীন অসহায় মানুষের দুর্দশা। সব মিলিয়ে এক নিদারুণ কঠিন পরিস্থিতির মধ্যে রাজ্যের গরিব-অসহায় মানুষ। রাজ্য সরকার পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, একইসঙ্গে অনেক অরাজনৈতিক সামাজিক সংগঠন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

সেভাবেই তৃণমূল মনোভাবাপন্ন “মমতাপন্থী অধ্যাপক সমাজ” নামক রাজ্যের কলেজ অধ্যাপক-অধ্যাপিকাদের সংগঠনের আয়োজনে ঝড় বিধ্বস্ত বানভাসি সুন্দরবন অঞ্চলের মানুষের পাশে অধ্যাপকরা। সুন্দরবনের পাখিরালয় , বিধবাপাড়া গ্রামে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হলো।

উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। সেই ঐতিহাসিক বিধবাপাড়া, যেখানে কথিত আছে আমরা জানি যে সেই এলাকার একাধিক পুরুষ জীবিকার তাড়নায় সুন্দরবনের মধু ও মাছ ধরতে গিয়ে বাঘের শিকার হয়েছেন। জলপথে অনেকটাই দুর্গম হওয়ায় সেখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পৌঁছানো দুঃসাধ্য। সেখানে পৌঁছানোর চ্যালেঞ্জ নিয়েছিলেন মমতাপন্থী অধ্যাপক সমাজের অধ্যাপকরা ।

দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হলো চাল-ডাল, স্যানিটারি ন্যাপকিন, সাবান, টুথপেস্ট, গামছা, রান্নার মসলা, চিড়ে ,চিনি ,সরিষার তেল, সয়াবিন ,মুড়ি ,লবণ ও ৫ লিটার বিশুদ্ধ পানীয় জলের জার।

এই মহৎ উদ্যোগের প্রধান উদ্যোক্তা সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মণিশংকর মন্ডল। আগামী সপ্তাহে মমতাপন্থী অধ্যাপক সমাজ আবারও পৌঁছাবে পূর্ব মেদিনীপুরের তাজপুর ইয়াস বিধ্বস্ত মানুষের পাশে প্রয়োজনীয় উপকরণ নিয়ে।

আরও পড়ুন- করোনার বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকর নোভাভ্যাক্স, দাবি সংস্থার

 

Previous articleএবার শুভেন্দুর বিরুদ্ধে সরব ‘বেসুরো’ সুনীল, বললেন, যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা মানেননি
Next articleবিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের জ‍ন‍্য ঘোষণা করা হল ভারতীয় দল