Monday, January 12, 2026

ধনকড়কে সময় দিলেন না শাহ, রাজ্যপালের সঙ্গে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনাও ক্ষীণ

Date:

Share post:

বাংলার গণতন্ত্র(democracy) সংকটের মুখে। রাজ্যে ভোট পরবর্তী হিংসা ভয়াবহ আকার ধারণ করেছে। এমনই একের পর এক অভিযোগ তুলে সরকারকে পত্রবাণে বিদ্ধ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। একই সঙ্গে রাজধানী দিল্লিতে একরাশ কর্মসূচি নিয়ে হাজির হয়েছেন তিনি। তাঁর এই হঠাৎ দিল্লি যাত্রা নিয়ে বঙ্গ রাজনীতিতে জল্পনা বেড়েছে। জানা গিয়েছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ(Ramnath kovind), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) কাছে বাংলার বিষয়ে অভিযোগ জানাতেই দিল্লি গিয়েছেন তিনি। তবে দিল্লি গিয়ে শুরুতেই ধাক্কা খেলেন ধনকড়। তাঁর সঙ্গে দেখা করার জন্য সময় দিলেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার শুধুমাত্র কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে সাক্ষাৎ করতে পারলেন তিনি।

সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে এখনো পর্যন্ত সময় দেননি। ফলে ধনকড়ের শাহ সাক্ষাৎ আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদিও গুঞ্জন শোনা যাচ্ছে, আজ সন্ধ্যায় হয়তো অমিত শাহের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করতে পারেন বাংলা রাজ্যপাল। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, অমিত শাহের সঙ্গে সাক্ষাত করার জন্য আগে থেকে সময় নেননি জগদীপ ধনকড়। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক চলছে আপাতত সেই নিয়ে ব্যস্ত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু তাই নয় সূত্রের খবর প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠকের সম্ভবনাও প্রায় নেই বললেই চলে। সংশয় রয়েছে রাষ্ট্রপতি সঙ্গে তার সাক্ষাৎ আদৌ হবে কিনা। সবমিলিয়ে যে উদ্দেশ্য নিয়ে ধনকড় দিল্লি রওনা দিয়েছেন তা সফল হওয়ার সম্ভাবনা বড়ই ক্ষীণ। এই পরিস্থিতিতে মন্ত্রীদের বাড়ি বাড়ি গিয়ে সাক্ষাতের একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্যপাল।

আরও পড়ুন:২২ বছর ধরে প্রতারিত হয়ে ডিভোর্সের মামলা করেছি : শোভন

শুধু তাই নয় বাংলায় কোন ইস্যুতে পেলেই যে রাজ্যপাল খড়গহস্ত হয়ে উঠে টুইট যুদ্ধে নামেন দিল্লিতে পৌঁছে বুধবার সকাল থেকেই তিনি কার্যত স্পিকটি নট। সংবাদমাধ্যম দেখলেই হাতজোড় করে এড়িয়ে যাচ্ছেন। সকাল থেকে এখনো পর্যন্ত তিনি শুধুমাত্র কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে বৈঠক করতে সফল হয়েছেন। বৈঠক শেষে টুইটারে ছবিও পোস্ট করেছেন তিনি লিখেছেন, ‘বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় কয়লা ও সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীর সঙ্গে ইতিবাচক আলোচনা হল।’ এহেন পরিস্থিতিতে রাজনৈতিক মহলের ধারণা বাংলা নিয়ে দিল্লি নেতাদের কাছে অভিযোগ জানাতে হাজির হলেও রাজধানীতে সেভাবে গুরুত্ব পাচ্ছেন না রাজ্যপাল জগদীপ ধনকড়।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...