Tuesday, November 11, 2025

‘পরিকল্পিতভাবে CBI আদালতকে বিপথে চালিত করছে’, বৃহত্তর বেঞ্চে বিস্ফোরক সিদ্ধার্থ লুথরা

Date:

“CBI পরিকল্পিতভাবে আদালতকে
বিপথে চালিত করছে৷ গত ১৭ মে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে যে চিঠি CBI পাঠিয়েছিল তা অস্পষ্ট৷ সেখানে মামলা স্থানান্তরের কোন কথাই লেখা ছিল না। অথচ CBI সওয়াল করছে সেই বিষয়েই৷”

হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে নারদ- মামলা স্থানান্তরের শুনানিতে বুধবার
অভিযুক্তদের কৌঁসুলি সিদ্ধার্থ লুথরা তাঁর সওয়ালে ঠিক এভাবেই CBI-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন৷ এদিন লুথরা জোরালো প্রশ্ন তুলে বলেন, “CBI এ রাজ্যে কতগুলি মামলার তদন্ত করছে ? তারা শুধুমাত্র এই একটি মামলা নিয়েই অতিস্পর্শকাতর কেন? এর রহস্য কী ? ”

এর পরেই লুথরা একের পর এক গুরুতর অভিযোগ তোলেন এই মামলায় CBI-এর ভূমিকা এবং কর্মপদ্ধতি নিয়ে৷ লুথরা বলেন,

◾কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের সম্মতি নিয়ে CBI ম্যানুয়াল তৈরি হয়েছে। তাই সেটা মেনে চলা CBI- এর জন্য বাধ্যতামূলক। কিন্তু তেমন হচ্ছে না৷

◾নারদ-মামলার তদন্তের এই পর্যায়ে, যেখানে চার্জশিট পেশ হয়ে গিয়েছে, সেখানে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের কোনও প্রয়োজন নেই। অথচ CBI তেমনই করেছে৷

◾CBI আদালতের বিশেষ বিচারক তার চেম্বারে বসে শুনানি করেছেন। সেখানে কেউ উপস্থিত ছিল না। তাই মহামান্য বিচারকের প্রভাবিত হওয়ার কোনও সুযোগই ছিল না। অথচ CBI একথাই বলছে৷

◾CBI-এর কাছ থেকে CCTV ফুটেজ চেয়ে পাঠাক আদালত। তাহলেই দেখা যাবে CBI অফিসের গেট সেদিন বাধাহীন ছিল। কিন্তু CBI অন্য কথা বলছে৷

◾নিম্ন আদালতে শুনানির সময় গুরুত্বপূর্ণ নথি পেশ না করতে পারার যে গুরুতর অভিযোগ CBI করছে তা অবিলম্বে খারিজ করা উচিত। গোটা দেশে বিগত ১৪ মাস ধরে জামিনের মামলার শুনানিও এখন ভার্চুয়ালি হচ্ছে।

◾অভিযুক্তদের কারও সঙ্গে যুক্ত হওয়ার কোনও প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গ বহুদিন আগেই Crpc সংশোধন করেছে এবং সেই সংশোধনের মধ্যে অভিযুক্তদের ভার্চুয়াল প্রোডাকশনের বিষয়টিও আছে। এটা CBI-এর অজানা নয়৷

◾আদালতের কাজে বাধা দেওয়ায়ই যদি তাঁদের উদ্দেশ্য থাকত, তাহলে তাঁরা শারীরিকভাবে উপস্থিত হয়েই সে কাজ করতেন। ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে শুনানি হলে বাধাদানের কোনও সম্ভাবনা থাকেনা। অথচ CBI সেটাই বোঝাতে চাইছে৷

◾কানহাইয়া কুমার, অরুণ জেটলি, আশারাম বাপুর মামলায় প্রতিবাদ- বিক্ষোভ হয়েছিলো৷ এমন প্রতিবাদ হয়, কিন্তু তা বিচারক বা বিচারপতিদের প্রভাবিত করতে পারে কি ? অথচ CBI সেকথাই বলছে৷

◾অভিযুক্তদের ভার্চুয়ালি পেশ করা হয়েছে বলেই সেই কাজে
আদালতের বিচারপর্ব কলুষিত হয়েছে এটা দাবি করা যায় না৷ কিন্তু CBI এমনই দাবি করছে৷

◾বাধাদানের কোন অভিযোগ CBI তাদের চার্জশিটে অথবা রিমান্ড অ্যাপ্লিকেশনে জানায়নি৷ অথচ সওয়ালে একথা বলছে৷

◾বাধাদানের অভিযোগ CBI পরে বানিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের কোনও অভিযোগ নেই। অথচ সেকথাই CBI এখন বলছে৷

◾একজন ব্যক্তি, যিনি তদন্তে সাহায্য করছেন, তাকে কখনই গ্রেফতার করা যায় না। এখানে কোনও ভাবেই CBI হেফাজতের প্রয়োজনীয়তা নেই, ছিলও না। কিন্তু CBI সেই কাজ করেছে৷

◾Crpc সংশোধনের পরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অভিযুক্তদের শারীরিকভাবে আদালতের কাছে পেশ করার কোন প্রয়োজনীয়তা নেই। আইন মোতাবেক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমেই বিচারপর্ব চলতে পারে৷ CBI তা সত্ত্বেও এই বিষয়টিকেই ইস্যু করছে৷

◾অভিযুক্তদের বিরুদ্ধে CBI-এর সব বক্তব্য বিশেষ বিচারক লিপিবদ্ধ করেছেন । তিনি যদি এতই ভীত হবেন, তাহলে তিনি কীভাবে এগুলো নিজের নির্দেশনামা লিখলেন ? CBI ভুল বোঝাচ্ছে৷

আগামীকাল, বৃহস্পতিবার নিজের সওয়াল শেষ করবেন অভিযুক্তদের আইনজীবী সিদ্ধার্থ লুথরা। এদিনের শুনানি শেষ৷

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version