হাঙ্গেরি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে ঠান্ডা পানীয় বোতল সরিয়ে জলের বোতল রাখেন ক্রিশ্চিয়ান রোনাল্ডো(Cristiano Ronaldo)। এরপরই সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় । আর তাতেই জোর ধাক্কা খেল সেই ঠান্ডা পানীয় সংস্থা। প্রায় ৩০ হাজার কোটি টাকা ক্ষতি হল সেই সংস্থার।

রোনাল্ডোর সেই ঘটনার পরই বিশ্ব বাজারে সেই ঠান্ডা পানীয়র দর নেমে গেল প্রায় ৩০ হাজার কোটি টাকা। শেয়ার বাজারে দর পড়ল ১.৬ শতাংশ। শেয়ার মার্কেটে দেখা গিয়েছে সেই ঠান্ডা পানীয় শেয়ার মূল্য ৫৬.১০ ডলার থেকে ৫৫.২২ ডলারে নেমে গিয়েছে।

রোনাল্ডোর এই আচরণের পর সেই ঠান্ডা পানীয়র সংস্থার তরফ থেকে বলা হয়,” প্রত্যেকে নিজেদের পছন্দের পানীয় খেতে পারেন। যেহেতু মানুষের বিভিন্ন স্বাদ ও প্রয়োজন রয়েছে। ”

আরও পড়ুন:জয় দিয়ে ইউরো কাপের অভিযান শুরু করল ফ্রান্স
