চিনা নাগরিক হানকে ১০ দিন STF হেফাজতে রাখার নির্দেশ আদালতের

হান জুনওয়

চিনা নাগরিক হান জুনওয়েকে ১০ দিনের হেফাজতে পেল স্পেশাল টাস্ক ফোর্স (STF)। বুধবার হানকে মালদহ(Maldah) জেলা আদালতে তোলা হয়। তারপরই বিচারক হানকে ১০ দিন STF হেফাজতে রাখার নির্দেশ দেন। সূত্রের খবর, হানের ল্যাপটপ ও ফোন থেকে বহু তথ্য পাওয়া যেতে পারে অনুমান STF-এর আধিকারিকদের।

উল্লেখ্য, গত ১০ জুন মালদহে বিএসএফের হাতে ধরা পড়ে হান জুনওয়ে। তার পর থেকে তাকে জেরা করে চলেছেন গোয়েন্দারা। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, হানের কাছে থেকে কিছু ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড পাওয়া গিয়েছে। অন্যদিকে মঙ্গলবার, কীভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলেন চিনা নাগরিক হান জুনওয়ে? হানকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা।

আরও পড়ুন-বিধিনিষেধে ভার্চুয়াল জামাইষষ্ঠী, কোচবিহারের আশীর্বাদ পৌঁছল কলকাতায়

মালদহ সীমান্তে থেকে ধৃত চিনা নাগরিক হান জুনওয়েকে জেরা করে ইতিমধ্যেই একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, হান ভারত থেকে প্রায় ১৩০০ সিমকার্ড সংগ্রহ করেছিল। এবং সে ভারত থেকে প্রায় ১ হাজার ডেটাবেস চিনে পাচার করে। সাইবার বিশেষজ্ঞদের মত, এই সবই সাইবার হামলার পরিকল্পনা অঙ্গ।