কেন্দ্রের তরফে বিনামূল্যে ভ্যাকসিন: বরাত বাতিল করল রাজ্য

কেন্দ্রের তরফে বিনামূল্যে ভ্যাকসিন (Vaccine) দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর তারপরেই প্রায় ২২ লক্ষ ভ্যাকসিনের বরাত বাতিল করল রাজ্য। অগ্রিম বাবদ দেওয়া প্রায় ৭০ হাজার কোটি টাকা ফেরত চেয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন-শোভনের সব সম্পত্তি পেলেন বৈশাখী

কোভিশিল্ড (Covishield) ও কোভ্যাক্সিনের (Covaxin) জন্য বরাত দেওয়া ছিল সিরাম ইন্সটিউট ও ভারত বায়োটেককে। কিন্তু কেন্দ্রের তরফে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী। সেই কারণে রাজ্যের তরফে দেওয়া বরাত বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, 2 সংস্থার কাছে অগ্রিম ফেরত চেয়েছে রাজ্য। স্বাস্থ্যভবন সূত্রের খবর, রাজ্য যে ভ্যাকসিন কিনেছে, সেই অতিরিক্ত ভ্যাকসিন ফেরত দেওয়া যায় কি না তার চিন্তা-ভাবনা চলছে।